সুমি রায়, কলকাতা: BSNL গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ অন্য টেলিকম কোম্পানিগুলি যে দামে তাদের রিসার্চ প্ল্যান গুলো বিক্রি করে তার অর্ধেক দামে পেয়ে যাবেন সারা বছর ২ জিবি হাই স্পিড ডেটা সহ একাধিক সুবিধা। তাই যারা কম মূল্যে অধিক পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ সুযোগ। ভারতের অন্যতম দেশীয় টেলিকম সংস্থা গুলির মধ্যে আরেকটি সংস্থা হল BSNL। আর অন্যান্য মোবাইল নেটওয়ার্কের তুলনাই এর রিচার্জ মূল্য অনেকটাই কম। তবে সম্প্রতি তাদের রিচার্জে নতুন নতুন প্ল্যান যোগ করেছে তার মধ্যে অন্যতম হলো ১৫ ১৫ টাকার প্ল্যান। এবার দেখে নেব এই প্ল্যানে কি কি সুবিধা রয়েছে, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়।
BSNL এর নতুন প্ল্যান
বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া সবাই অচল। কারণ এখন বেশিরভাগ কাজই হয় ইন্টারনেটের মাধ্যমে। অনলাইনে ক্লাস বলুন বা অফিশিয়াল কাজ বা সিনেমা দেখা বা ব্যাংকের কাজ সবকিছুতেই কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয়। তবে প্রতিনিয়ত সময় যাওয়ার সাথে সাথে বিভিন্ন মোবাইল নেটওয়ার্কগুলি তাদের মূল্যবৃদ্ধি করার ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে।
আর এই কারনেই BSNL নিয়ে এসেছে দুর্দান্ত একটি প্ল্যান। যেখানে মাত্র ১৫১৫ টাকায় পেয়ে যাবে ২ জিবি হাই স্পিড ডেটা প্রতিদিন তাও পুরো এক বছরের জন্য। আর এই প্ল্যানটি দৈনিক খরচ হিসাব করলে দাঁড়ায় দিন প্রতি ৪ টাকার একটু বেশি। তাই অনেকেই এই প্লেনের নাম দিয়েছে দৈনিক ৪ টাকা রিচার্জ প্ল্যান। তাই সকলকে বলবো যারা কম খরচে নিজের মোবাইল নম্বর চালু রাখতে এবং ইন্টারনেট পরিষেবা ইউজ করতে চাও তারা এই প্ল্যানটি হাত ছাড়া করবেন না এটি একটি কম খরচে দারুন প্ল্যান।