SSC দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট! চাকরি গেল ২৫,৭৫৩ জনের

By Indrani Sarkar

Updated on:

The High Court announced the historic verdict in the SSC corruption case

SSC: অনেকদিন ধরেই চলছিল SSC মামলা। প্রায় সাড়ে তিন মাসের শুনানি শেষে আজ রায় ঘোষণা করল হাইকোর্ট। SSC মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায় অনুযায়ী ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলার রায় জানাতে গিয়ে আদালত বলেছেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোন চাকরি বৈধ হওয়া উচিত নয়।

২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিল উচ্চ আদালত। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি প্রাপকদের আগামী চার সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দিল আদালত। এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছে।

এসএসসি (SSC) গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম পর্যন্ত ২০১৬ সালে হওয়া সব নিয়োগ অবৈধ বলে স্পষ্ট জানালো হাইকোর্ট। আদালতের উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ২০১৬ সালে সে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হয়েছে। কলকাতা হাইকোর্ট SSC কে নির্দেশ দিয়েছে নতুন করে গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু করার।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের জন্য বড় ঘোষণা করলো শিক্ষা সংসদ

আসলে নবম, দশম, একাদশ, দ্বাদশ নিয়োগের দুর্নীতির পাশাপাশি এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি অভিযোগে মামলা হয়েছিল। সেই সব মামলার অনেক দিন ধরে শুনানি চললেও আজই তার রায় ঘোষণা করলো আদালত। এর পাশাপাশি সিবিআই এই গোটা নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের মতে বলা হয়েছে যে প্রয়োজনে এই দুর্নীতিতে অভিযুক্ত যে কাউকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এছাড়াও SSC সমস্ত OMR শিটের কপি তাদের ওয়েবসাইটে আপলোড করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়েছে। যারা যারা চাকরিপ্রাপ্ত ছিলেন তাদের সকলেরই চাকরি চলে গেছে এবং তাদের আবার পুনরায় নতুন করে নিয়োগ হবে সেক্ষেত্রে যদি তারা পাশ করতে পারে তবে তারা আবার নতুন করে চাকরি পাবে এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্ট।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।