কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদনকারীরা আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে, আবেদনের শেষ তারিখ কত, ইত্যাদি বিষয়।
কলকাতা হাইকোর্টে নিয়োগ (Calcutta High Court LDA Recruitment 2024)
নিয়োগ সংস্থা | The High Court At Calcutta |
পোস্টের নাম | Lower Division Assistant (LDA) |
মোট শূন্যপদ | ২৯১ টি |
বেতন | ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা |
আবেদনের শেষ তারিখ | ২৬/৮/২০২৪ |
পদের নাম ও শূন্য পদ সংখ্যা- কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কর্মী নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) পদে কর্মী নিয়োগ করা হবে। আর এক্ষেত্রে এই পদের জন্য মোট ২৯১ টি শুন্য পদ রয়েছে।
আবেদনকারীদের বয়সসীমা- সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স কিন্তু ১/১/২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটাগরিদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশ করতে হবে বা যে কোন স্বীকৃত কাউন্সিলের পক্ষ থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
মাসিক বেতন- উপরোক্ত পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে।
আবেদন মূল্য- ওয়েস্ট বেঙ্গল এ বসবাসকারী SC/ST ক্যাটাগরির প্রার্থীদের ৪০০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে। এছাড়া অন্যান্য সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮০০ টাকা করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ- বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১/৮/২৪ তারিখে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ৫/৮/২০২৪ এবং অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ২৬/৮/২০২৪।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, তারপর কম্পিটিটিভ লিখিত পরীক্ষা, এবং ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে এপ্লাই লিংক খুঁজে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর আবেদনমূল্য জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে আবেদন কিন্তু শুধু একবারই করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অনলাইন আবেদন লিঙ্ক | Click Here |