অমিত সরকার, নয়াদিল্লি: সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর রয়েছে, তাদের বেতন এবং পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে এমনই খবর জানা যাচ্ছে। আসলে বর্তমানে সরকার বেতন কাঠামো সংশোধন অনুমোদন করছে, যার ফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বেতন এবং পেনশন 92 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বেতন সংশোধন করা হয় একটি গুণক দিয়ে যা হল ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফিটমেন্ট ফ্যাক্টর সরকারি কর্মচারীদের মূল বেতন এবং পেনশন সমন্বয় করতে ব্যবহৃত একটি গুণক। সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী জাতীয় কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (এনসি-জেসিএম) সরকারকে কমপক্ষে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করার অনুরোধ করেছিল। আর এই অনুরোধ যদি স্বীকার করে সরকার তাহলে কর্মচারীদের বেতন ১৫৭% বৃদ্ধি পাবে। যেমন সপ্তম বেতন কমিশনের অধীনে এই গুণকের কারণে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মূল ন্যূনতম বেতন ৭ হাজার থেকে বেড়ে 18 হাজার টাকা হয়েছে।
ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে বেতন কত হবে?
যদি সরকার অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করে বা ব্যবহার করতে সম্মত হয় তাহলে সরকারি চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন ১৮,০০০ টাকা আয়কারী কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। তাদের ন্যূনতম বেতন হবে প্রতি মাসে ৪৬,২৬০ টাকা।
পেনশন কতটা বাড়বে?
যদি সরকার অষ্টম বেতন কমিশনে এই একই ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করতে সম্মত হয় তাহলে পেনশন হবে প্রতি মাসে ৯০০০ টাকা থেকে বেড়ে ২৩,১৩০ টাকা।
সরকার যদি অষ্টম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য এনসি-জেসিএম এর দাবি মেনে নেয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক ধাক্কায় বেতন এবং পেনশন অনেকটাই বেড়ে যাবে এবং সে আশাই করছে কর্মচারীরা।