Central Silk Board Recruitment 2024: সম্প্রতি সেন্ট্রাল সিল্ক বোর্ডের পক্ষ থেকে সাইন্টিস্ট বি পদে কর্মী নিয়োগের জন্য একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের যে কোন জায়গার আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব এখানে আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি লাগবে, বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
Central Silk Board Recruitment 2024
নিয়োগ সংস্থা | Central Silk Board (CSB) |
পোস্টের নাম | Scientist-B (Post Cocoon Sector) |
শূন্যপদ | ২৮ টি |
আবেদনের শেষ তারিখ | ২৬/০৯/২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | csb.gov.in |
পদের নাম ও শূন্য পদ সংখ্যা- সেন্ট্রাল সিল্ক বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Scientist-B (Post Cocoon Sector) পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২৮ টি। যার মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে ১১ টি শূন্য পদ, EWS ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে ৩ টি শূন্য পদ, OBC ক্যাটাগরিদের জন্য রয়েছে ৫টি শূন্য পদ, SC দের জন্য রয়েছে ৬ টি শূন্য পদ, এবং ST দের জন্য রয়েছে ৩ টি শূন্য পদ।
শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর ডিগ্রি অথবা টেক্সটাইল টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে।
আবেদনকারীর বয়স সীমা- আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- উপরোক্ত পদে চাকরিরত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকার মধ্যে।
গুরুত্বপূর্ণ তারিখ- অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ২৪/৮/২০২৪, অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ (Without late fee) ২৬/৯/২০২৪, এবং মাধ্যমে আবেদনের শেষ তারিখ (With late fee) ৭/১০/২০২৪।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের নির্বাচন করা হবে GATE -২০২৫ পরীক্ষার মাধ্যমে। প্রথমে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, তারপর সেই শর্টলিস্ট অনুযায়ী ইন্টারভিউ এর ভিত্তিতে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
Central Silk Board Recruitment আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর যোগ্য প্রার্থীরা GATE ২০২৫ পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এবং শেষ তারিখের আগে আবেদন পত্রটি পূরণ করে সাবমিট করতে হবে। সবাইকে বলবো, তোমরা আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়বে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও পড়ুন: WB Child Home Recruitment 2024: মাসিক বেতন ১০ হাজার টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অনলাইন আবেদন লিঙ্কে | Click Here |