কেন্দ্রীয় তামাক গবেষণা ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, বেতন শুরু ৩০,০০০ টাকা থেকে, দেখুন আবেদন পদ্ধতি

By Amit Sarkar

Updated on:

Central Tobacco Research Institute Recruitment 2024

কেন্দ্রীয় তামাক গবেষণা ইনস্টিটিউট এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এবার আমরা দেখে নেব এখানে আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে, বয়স কত কি হতে হবে ইত্যাদি বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

কেন্দ্রীয় তামাল গবেষণা ইনস্টিটিউশন এ যে পদে কর্মী নিয়োগ করা হবে সে পথগুলি হলো জুনিয়র রিসার্চ ফেলো, ইয়াং প্রফেশনাল -I, ইয়াং প্রফেশনাল -II। তবে এই পথগুলোতে সবমিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৭ টি।

বয়স সীমা

আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু এখানে একাধিক পরে কর্মী নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা হতে হবে। তবে সমস্ত প্রার্থীদের যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্যপ্রযুক্তি/ কম্পিউটার বিজ্ঞান ও জীবন বিজ্ঞানে স্নাতক, কৃষি বিজ্ঞান/ জীবন বিজ্ঞান /কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর ও ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।

প্রতিমাসে বেতন

পথগুলিতে আবেদন করে আপনারা যদি চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন করার শেষ তারিখ হল ২৯/৯/২০২৪। এই সময়সীমার আগেই তার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

কেন্দ্রীয় তামাক গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত বিভক্ত অনুযায়ী পদ গুলোতে আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে।

আরও পড়ুন: ECGC PO পদে কর্মী নিয়োগ, অনলাইনে করা যাবে আবেদন, দেখে নিন আবেদন পদ্ধতি

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিশিয়াল ওয়েবসাইটctri.icar.gov.in
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।