চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ডঃ মনমোহন সিং, যিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সম্মানে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কিন্তু এই শোক ঘোষণা নিয়ে নানা জন নানা কথা বলছেন। কোন কোন সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে রাষ্ট্রীয় শোক ঘোষিত হয়েছে। আবার কোন কোন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সরকারিভাবে রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করা হবে।
তবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বন্ধ রাখা হয় রাষ্ট্রীয় স্তরে সব উদযাপন। ডঃ মনমোহন সিং ছিলেন নির্বীবাদী। তাই তার মৃত্যুতে মুছে গিয়েছে রাজনৈতিক ভেদাভেদ। গোটা দেশের এক বাক্যে স্বীকারোক্তি যে ভারতের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তার আত্মার শান্তি কামনার জন্য গোটা দেশের রাজনৈতিক দলসহ প্রধানমন্ত্রী থেকে দেশের উপরাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি শীর্ষ নেতৃত্ব সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন।
কংগ্রেসের ঘোষণা
কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ দলের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হবে। এবং তেশরা জানুয়ারি আবার শুরু হবে। অপরদিকে দলের পতাকা অর্ধনমিত থাকবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এক্সে- এ পোস্টে জানিয়েছেন যে দলের সব ধরনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের সম্মানে শুক্রবার রাজ্য জুড়ে সমস্ত স্কুল কলেজ ও প্রতিষ্ঠানগুলিকে ছুটি ঘোষণা করেছে, এবং আগামী ৭ দিন ধরে রাজ্যব্যাপী শোক পালিত হবে।
প্রয়াত প্রধানমন্ত্রীর কর্মজীবন
ডঃ মনমোহন সিং ভারতের দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, ২০০৪ এবং ২০১৪। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের মন্ত্রী সভায় অর্থমন্ত্রী হিসেবে ও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনি 1991 সালে ভারতে উদারীকরণের সূচনা করেছিলেন যা ভারতীয় অর্থনীতিতে তার সবচেয়ে বড় অবদান বলে মনে করা হয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান কিন্তু অনস্বীকার্য ছিল। তবে অনেকেই জানেন না ১৯৯১ সালের প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে ছিল ভারত। তখন বৈদেশিক মুদ্রার ভাঁড়ার এতটাই তলানিতে এসে ঠেকে ছিল যে, তা কোন মতে মাত্র দুই সপ্তাহ আমদানির জন্য ব্যবহার করা যেতে পারত। মুদাস্ফীতি পৌঁছে গিয়েছিল দুই অঙ্কের সংখ্যায়। সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন ডঃ মনমোহন সিং। তবে শুধু দেশের অর্থনীতিকে রক্ষা করায় নয় তাকে পৌঁছে দিয়েছিলেন এক মজবুত জায়গায়।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।