CGCRI Recruitment 2024 – Apprentice পদে নিয়োগ শুরু, দেখুন আবেদন পদ্ধতি

By Amit Sarkar

Published on:

CGCRI Recruitment 2024

CSIR-Central Glass & Ceramic Research Institute এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে কিন্তু আবেদনকারীরা আবেদন জানাতে পারবে। আবেদন অনলাইন এর মাধ্যমে করতে হবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করব আপনারা সম্পন্ন প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

CGCRI Apprentice পদে নিয়োগ  (CGCRI Recruitment 2024)

CSIR-Central Glass & Ceramic Research Institute এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে Apprentice পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এবার আমরা দেখে নেব এক্ষেত্রে আবেদন করতে গেলে আবেদনকারীদের বয়স, যোগ্যতা কি হতে হবে? বেতন কত কি দেবে? কতগুলো শূন্য কত রয়েছে? ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বলব আপনারা আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোমতো দেখে, শুনে, বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পূৰ্ণ করবেন।

পদের নাম

CGCRI এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে। এই Apprentice পদের মধ্যে রয়েছে Office Assistant/Modern Office Management পোস্ট।আপনারা এক ইচ্ছুক হলে অবশ্যই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

মোট শূন্যপদ সংখ্যা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentice পদে মোট ২৫ জন যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এই ২৫ টি শুন্য পদের মধ্যে ক্যাটাগরির মধ্যে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে ১৪ টি শূন্যপদ, SC ক্যাটাগরিতে রয়েছে ৫ টি শূন্যপদ, ST ক্যাটাগরিতে রয়েছে ১ টি শূন্যপদ, এবং OBC ক্যাটাগরিতে রয়েছে ৫ টি শূন্যপদ।

আরও পড়ুন: HURL Recruitment 2024: হবে অনলাইনে ফর্ম ফিলাপ! দেখে নিন বিস্তারিত

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

CSIR-CGCRI এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের যোগ্যতা হিসেবে প্রার্থীদের B.A করা থাকতে হবে ইংলিশ/ হিন্দি/ইকোনোমি, হিস্টরি/ সোসিয়লজি/পলিটিকাল সায়েন্স/ জিওগ্রাফি /ফিলোসফি/ এনথ্রপোলজি /ফটোগ্রাফি/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদির ওপরে। অথবা

B.Sc করা থাকতে হবে ফিজিক্স /কেমিস্ট্রি/ ম্যাথমেটিক /জুওলজি/ বোটানি/ মাইক্রোবায়োলজি/ কম্পিউটার সাইন্স/ স্ট্যাটিসটিক্স /হোটেল এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/ টেকনোলজি/ ইনভাইরনমেন্টাল সায়েন্স/ ইলেকট্রনিক্স ইত্যাদির মধ্যে যে কোন একটি ডিগ্রি থাকতে হবে। অথবা

B.Com/BBA/BCA/Bachelor ডিগ্রী করা থাকতে হবে হোটেল ম্যানেজমেন্ট/ এনট্রেপ্রেনিউরশিপ/ বিজনেস এর মধ্যে যে কোন একটি ডিগ্রি নিয়ে।

বেতন

উপরোক্ত পদে চাকরির জন্য আপনি আবেদন করে যদি চাকরি পান তাহলে প্রতি মাসে আপনার বেতন থাকবে ৯০০০ টাকা করে।

বয়স সীমা

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সেরকম কোন বয়সে তালিকা নেই। তবে উল্লেখ রয়েছে যে আবেদনকারীদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে। এর মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলেই আবেদনকারীরা আবেদন জানাতে পারবে।

আরও পড়ুন: Food SI পরীক্ষা নিয়ে নতুন নোটিশ দিল WBPSC, সেই নোটিশে রয়েছে ১১ টি নির্দেশ

গুরুত্বপূর্ণ তারিখ

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন এর শুরুর তারিখ হল ২৯-০৪-২০২৪ এবং আবেদনের লাস্ট ডেট হল ১৫-০৫-২০২৪ তারিখ। এই সময়ের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবে।

CGCRI Apprentice পদে আবেদন পদ্ধতি

  • এক্ষেত্রে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে।
  • তারপর আপনার Apply লিংকে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর লগইন আইডি দিয়ে লগইন করার পর সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে।
  • সঠিক ডেট এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিঙ্কClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Here

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।