আধার কার্ড ভারতবর্ষের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। ছোট থেকে বড় সকলেরই বাধ্যতামূলক আধার কার্ড থাকা। আধার কার্ড বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্মে লাগে। লাইনে না দাঁড়িয়ে শিশুদের আধার কার্ড তৈরি করতে পারবেন।

শিশুদের আধার কার্ড (Children Aadhaar card)
যেহেতু ছোট থেকে বড় সকলেরই আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তাই শিশুর জন্মের পর পরই কিন্তু শিশুদের আধার কার্ড টি বানিয়ে নিতে হবে সকলকে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ডটি নীল রঙের হয়। এই প্রতিবেদনে শিশুদের আধার কার্ড তৈরি সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে যেমন কি কি নথি প্রয়োজন? কোথায় কার্ডটি তৈরি করা হবে? সেই সমস্ত বিষয়।
কিভাবে শিশুদের আধার কার্ড তৈরি করবেন
যেকোনো ব্যক্তি তার শিশুর জন্য বা সন্তানের জন্য আধার কার্ডের আবেদন বাড়িতে বসে করতে পারবে। বাচ্চার আধার কার্ডের জন্য আবেদন করতে হলে অবশ্যই কিন্তু বাচ্চার জন্ম শংসাপত্র থাকা উচিত। শিশুর জন্ম প্রমান পত্র থাকলেই আপনি আপনার শিশুর আধার কার্ড তৈরি করতে পারবেন।
বড়দের আধার কার্ড যেমন একটি গুরুত্বপূর্ণ নথি ঠিক সেইভাবে নীল আঁধার কার্ড কিন্তু শিশুদের একটি গুরুত্বপূর্ণ নথি। নীল আধার কার্ডটি দেওয়া হয় পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য, যা চিল্ড্রেন আধার কার্ড নামেও পরিচিত। তবে এই আধার কার্ডে শিশুর বায়োমেট্রিক্স এর কোন প্রয়োজন নেই। এই আধার কার্ডটি আপনি পোস্ট অফিসে গিয়েও তৈরি করতে পারবেন। এই নীল আধার কার্ড তৈরি করতে কোন চার্জ লাগেনা।