CLW Apprentice Recruitment 2024- চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় কর্মী নিয়োগ হবে, আবেদন জানান শীঘ্রই

By Amit Sarkar

Published on:

CLW Apprentice Recruitment 2024

CLW Apprentice Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বড় সুখবর। Chittaranjan Locomotive Works Company তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নেওয়া হবে, যার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন। আমাদের এই প্রতিবেদনে এই নিয়োগের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব।

CLW Apprentice Recruitment 2024

Chittaranjan Locomotive Works Company তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৯২ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের আবেদন সম্পূর্ণ করতে পারবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয়েই এক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদন করতে বয়স সীমা কত কি হতে হবে? বেতন কত করে দেবে যোগ্যতা কি কি লাগবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

প্রাথমিক তথ্য

নিয়োগ সংস্থাChittaranjan Locomotive Works
পোস্টের নামAct Apprentice
শূন্যপদ৪৯২
আবেদনের শুরু তারিখ২৭/৩/২০২৪
আবেদনের শেষ তারিখ১৮/৪/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.apprenticeshipindia.gov.in

পদের নাম

Chittaranjan Locomotive Works Company তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তি অনুযায়ী Fitter, Turner, Machinist, Welder (G&E), Electrician, Ref. & A.C. Mechanics, Painter পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্য পদ

Chittaranjan Locomotive Works Company এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী নিয়োগ হওয়ার, সে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৯২ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ হবে।

Name of the TradeTotal
Fitter200
Turner20
Machinist56
Welder (G&E)88
Electrician112
Ref. & A.C. Mechanics04
Painter12
Total492
CLW Apprentice Recruitment 2024 Vacancy Detail
CLW Apprentice Recruitment 2024 Vacancy Detail

বয়সসীমা

ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স কিন্তু 27ই মার্চ 2024 অনুযায়ী হতে হবে।

আরও পড়ুন: NIT Durgapur Recruitment 2024: ৪৩ টি শূন্যপদে প্রফেসর নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার সঙ্গে নির্দিষ্ট বিষয়ের ওপরে নির্দিষ্ট পদের ক্ষেত্রে ITI কোর্স করাও থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

উল্লেখিত পদে আবেদন করার পরে পার্থীদের মেধার ওপর ভিত্তি করে অর্থাৎ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর এবং আইটিআই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে ইন্টারভিউ ও পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা

আবেদন প্রক্রিয়া চলছে তা শুরু হয়েছে ২৭/৩/২০২৪ তারিখ থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে ১৮/৪/২০২৪ পর্যন্ত।

আরও পড়ুন: Kolkata Metro Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে হবে নিয়োগ

আবেদন পদ্ধতি

  • সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে www.apprenticeshipindia.gov.in গিয়েই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম টি ফিলাপ করতে হবে।
  • যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই ফর্ম ফিলাপ সম্পূর্ণ হবে।

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন Link» Online Form
অফিসিয়াল বিজ্ঞপ্তি» Download
Last Date Extended বিজ্ঞপ্তি» Download
অফিসিয়াল ওয়েবসাইট» Visit Now

সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন।

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।