ভারতের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে বিভিন্ন শাখায় ম্যানেজমেন্ট পদে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সমস্ত যোগ্য প্রার্থীরা GATE 2024 এর স্কোরের উপর ভিত্তি করে কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার আমরা দেখে নেব এক্ষেত্রে আবেদন করতে গেলে যোগ্যতা কি হতে হবে, বয়স সীমা কত কি হতে হবে, কতগুলো শূন্য পদ রয়েছে ইত্যাদি বিষয়।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
কোল ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Mining, Civil, Electrical, Mechanical, System, and E&T শাখায় Management Trainees (MT) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৬৪০ টি। যার মধ্যে Mining শাখায় ২৬৩ টি শুন্য পদ রয়েছে, Civil শাখায় ৯১ টি, Electrical শাখায় ১০২ টি, Mechanical শাখায় ১০৪ টি, System শাখায় ৪১ টি, E&T শাখায় ৩৯ টি শূন্য পদ রয়েছে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অক্টোবরের ২৪ তারিখে। তবে আবেদন শুরু তারিখ হলো ২৯/১০/২০২৪, আবেদনের শেষ তারিখ হল ২৮/১১/২০২৪।
আবেদন মূল্য
General, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১১৮০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST, PWD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোনো টাকা দিতে হবে না।
বয়স সীমা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সে বয়স কিন্তু ৩০/৯/২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ৬০% নম্বর নিয়ে। এবং প্রার্থীকে অবশ্যই GATE 2024 যোগ্য হতে হবে।
আরও পড়ুন: NICL Assistant Recruitment 2024: মোট শূন্য পদ সংখ্যা ৫০০ টি, দেখুন আবেদন পদ্ধতি
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে আবেদনকারীদের GATE 2024 স্কুলের উপর ভিত্তি করে একটি শর্টলিস্ট তৈরি করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে অনলাইনে আবেদন পদ্ধতি
এক্ষেত্রে আবেদন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অ্যাপেলের লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে পরে লগইন আইডি দিয়ে লগইন করার পর সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র ফিলাপ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এ ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। এবং অনলাইনে মাধ্যমে আবেদনমূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অনলাইন আবেদন লিঙ্ক | Click Here |
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।