Covid 19 Update: রাজ্যে একাধিক নতুন আক্রান্ত, সতর্ক বার্তা স্বাস্থ্য দপ্তরের

Published on:

Covid 19 Update

অমিত সরকার, কলকাতা: বাংলায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে নতুন করে তিনজন করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাঁদের মধ্যে রয়েছেন একজন কিশোর, একজন গৃহবধূ এবং একজন প্রসূতি মহিলা। তিনজনেরই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে।

কোথায় রয়েছেন আক্রান্তরা?

জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে কিশোর ও গৃহবধূ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মগরাহাট এলাকার বাসিন্দা। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ার পর তাঁদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পাশাপাশি তাঁদের সোয়াব টেস্ট করা হয় এবং সেই রিপোর্টে করোনা সংক্রমণ নিশ্চিত হয়।

এই তথ্য পাওয়ার পর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং মগরাহাট এলাকায় নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়।

তৃতীয় আক্রান্ত প্রসূতির হদিশ মিলেছে কলকাতায়

তৃতীয় আক্রান্ত একজন প্রসূতি মহিলা, যিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর অনুযায়ী, তাঁর উপসর্গ ছিল সর্দি ও কাশি। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা কত?

এই তিনজন সহ রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জন। তবে আশার কথা, আক্রান্তদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

বর্তমানে কী কী কোভিড গাইডলাইন রয়েছে?

দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। বিশেষ করে কেরালা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

  • কেরালায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
  • অন্ধ্রপ্রদেশেও বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
  • কোভিড সংক্রান্ত নতুন গাইডলাইন জারি করেছে একাধিক রাজ্য।

বিশেষজ্ঞদের মতে, ‘পিরোলা ভ্যারিয়েন্ট’ (BA.2.86 সাবভেরিয়েন্ট) এর জন্যই এই নতুন সংক্রমণের ঢেউ।

আরও পড়ুন: সব OBC সার্টিফিকেট বাতিল? আদালতের নির্দেশে কী আছে জেনে নিন

পিরোলা ভ্যারিয়েন্টের উপসর্গ কী কী?

  • মাথাব্যথা
  • চোখে যন্ত্রণা
  • স্বাদ ও ঘ্রাণ শক্তি চলে যাওয়া
  • সর্দি-কাশি
  • জ্বর ও গলা ব্যথা
  • নাক বন্ধ
  • পেশীতে যন্ত্রণা
  • বমি বমি ভাব

কী করণীয়?

  • যতটা সম্ভব বাইরে বেরোনো এড়িয়ে চলুন
  • বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন
  • ভিড়ভাট্টা ও জনবহুল এলাকা এড়িয়ে চলুন
  • স্বাস্থ্যবিধি মেনে চলুন
  • উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।