অমিত সরকার, কলকাতা: সম্প্রতি দেখা গেল সিপিআইএম তার দলীয় পতাকায় কাস্তে হাতুড়ির ব্যাকগ্রাউন্ড লাল এর বদলে সোজা আসমানী নীল করে দিয়েছে। এপ্রিলের ২০ তারিখ বিগ্রেট প্যারাড গ্রাউন্ডে কৃষক খেতমজুর শ্রমিক সংগঠনের ডাকে সমাবেশের আয়োজন করেছে সিপিআইএম। আর তার প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে ছবি বদলেছেন তারা। আর সেখানেই দেখা গেছে যে তাদের ছবির ব্যাকগ্রাউন্ড লাল থেকে সোজা নীল কালারের হয়ে গিয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি।
আমরা সকলেই জানি সিপিএমের দলীয় পতাকা মানে চিরাচরিত লাল ব্যাকগ্রাউন্ড এর ওপর সোনালী কাস্তে হাতুড়ি। কিন্তু বঙ্গ সিপিআইএমের সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছে সেখানে ছবি রয়েছে লাল থেকে সোজা আসমানী নীল রংয়ের, আর তা নিয়ে বিদ্রুপ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এবং তিনি কটাক্ষ করে বলেছেন এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা? ১. নীল-সাদাই মিশে গেল সিপিএম, রুপম এর গান ধার করে, আজ নীল রঙে মিশে গেছে লাল… ২. মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল।”
আসলে শাসক দল তৃণমূল তাদের দলীয় কর্মসূচি এমনকি সরকারি যেকোনো কর্মসূচিতেও নীল সাদা রং ব্যবহার করে থাকে। যেখানে তৃণমূল আসমানী নীল রং কে গুরুত্ব দেয়। রাজনৈতিক দলের একাংশের মতে কার্যত সেই যুক্তিতেই দেবাংশু ‘লাল শিবিরকে’ কটাক্ষ করেছেন। এবং দেবাংশু কিন্তু একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আরও পড়ুন: সিপিএমের সাধারণ সম্পাদক কে হবেন? তালিকায় চার শীর্ষ নেতা
দেবাংশুর এ কথাকে পাল্টা জবাব দিয়েছেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলেছেন দেবাংশু রূপম ইসলামের গান মনে পড়ছে বিষয়টা ভালো কিন্তু ছবিটা দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান মনে পড়ল। আমার মনে পড়েছে মেঘের কোলে রোদ হেসেছে। কয়লা বালি গরু সব কিছুতেই একচ্ছত্র আধিপত্য চাই তৃণমূলের ওরা কোন কিছুই হাতছাড়া করতে চায়না। এখন নীল সাদা আকাশে রঙের আধিপত্য চাইছে তারা। যদি তাই হয় তাহলে গত বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা এখন তৃণমূল মরে করতেই পারে ওটা মেসিন নেতৃত্বে বিশ্বকাপ জেতা হয়নি ওটা তৃণমূলের অভিষেকের নেতৃত্বে বিশ্বকাপ জেতা হয়েছে। এ সমস্ত অযৌক্তিক কাণ্ডকারখানা ঘটিয়ে নিজেদেরকে আরো হাসির পাত্র করে তুলছে।’
এমন পরিস্থিতিতে তৃণমূল এই দুই দলকে নিশানা করে বিজেপি মুখপত্র তথা সাংসদ শমিক ভট্টাচার্য। তিনি সিপিআইএমকে মৌলবাদী বলেও সমালোচনা করেন। কোন রং কারো একচ্ছত্র অধিপত্য থাকে না। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এখন মৌলবাদী হয়ে গিয়েছে তাই লাল থেকে নীল সাদা তে এসে গিয়েছে। তিনি আরো বলেন এখন পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক একজোট করা। এরপরে চাঁদ তারাও চলে আসবে। সিপিআইএম কি করছে? পশ্চিমবঙ্গের কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, পাট্টা করে নেওয়া হচ্ছে। সিপিআইএম কোন আন্দোলন করেছে একটি কৃষকদের জন্য! কিছুই করছে না।