অমিত সরকার, কলকাতা: আকস্মিক ভাবে সিতারাম ইয়ে চুরির প্রয়াণের পরে সিপিএম মধ্য মেয়াদে কাউকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় নি। তবে প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে পলিটব্যুরোর সমন্বয়ক (কো-অর্ডিনেটর) করে গত সাত মাস ধরে দলের কাজ পরিচালনা করছে দিল্লির একে গোপালন ভবন। তবে শীঘ্রই নতুন করে সাধারণ সম্পাদক ঠিক করা হবে। জানা গেছে আগামী দুই থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে হবে সিপিএমের পার্টি কংগ্রেস, আর সেখান থেকেই সাধারণ সম্পাদক ঠিক হবে। কিন্তু কে হবেন এই সাধারণ সম্পাদক? এই প্রশ্ন নিয়ে জল্পনা জন্ম দিয়েছে সিপিএমের অন্দরে।
তালিকায় কার কার নাম রয়েছে?
বক্তা তালিকায় নাম রয়েছে বিদায়ী পলিটব্যুরোর ৪ সদস্যের। নামগুলি হল প্রকাশ, বৃন্দা কারাট, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, এবং তামিলনাড়ুর জি রামকৃষ্ণন। এছাড়াও মহিলা নেত্রী ইউ বাসুকির নাম রয়েছে তালিকায়। সভার সভাপতিত্ব করবেন তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক পি শানমুগাম। আর এই তালিকা নিয়ে জল্পনার কৌতূহল শুরু হয়েছে কারণ এখনো ঠিক হয়নি কাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: BJP নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য! ‘বাড়াবাড়ি করলে চৌরাস্তায় মারব’
জল্পনা সৃষ্টির কারণ
আসলে এটা সকলেই জানেন যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি হবেন তিনি পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে বক্তৃতা করবেনই। তার মানে ওই চারজনের মধ্যে থেকে কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন সিপিএম নেতৃত্ব। এখন আনুষ্ঠানিকভাবে পার্টি কংগ্রেসের প্রতিনিধিরা সাধারণ সম্পাদক নির্বাচন করেন কিন্তু সাধারণত ভাবে শীর্ষ নেতৃত্বে ঠিক করে রাখা ব্যক্তি সর্বসম্মত ভাবে নির্বাচিত হন।