Cyclone Bomb: ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর রূপ! ৪.৫ কোটি মানুষের জীবনে সংকট

Updated on:

Cyclone Bomb

সুমি রায়, কলকাতা: সাইক্লোন বম্ব এসে তছনছ করে দিয়েছে সব। এমন ভয়ানক শক্তিশালী ঘূর্ণিঝড় আবহাওয়ার রেকর্ডে এই প্রথম। প্রাণ বাঁচানোর জন্য লাল সংকেত জারি করতে হলো। এই ঘূর্ণিঝড় দেখা গেছে ব্রিটেনের বহু অংশে। শুক্রবার সকালে এই ঝড় মূল ভূখণ্ডে আঘাত করে যার গতিবেগ ছিল ঘন্টায় 100 মাইল (১৬০ কিমি)। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের অন্তত 28 টি শহর এই ঝড়ে বিধ্বস্ত হয়েছে।

আসলে বৃহস্পতিবারই আবহাওয়া দপ্তর ৪.৫ কোটি মানুষের জন্য সর্তকতা জারি করেছিল। আবহাওয়াবিদরা আসন্ন এই ঝড়কে বম্ব ঘূর্ণিঝড় বলে অভিহিত করেছেন। যার আক্ষরিক অর্থ বোমা। এই ঝড়ের পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই দেশের বিভিন্ন স্থানের তৃণ ও যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাস্তায় বড় বড় ধ্বংসাবশেষ গাছের অংশ ভারী বৃষ্টিপাতের কারণে মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি শক্তিশালী ঝড় যুক্ত রাজ্য এবং আয়ারল্যান্ডে আসছে। এই বিপদের কথা মাথায় রেখেই স্কুল কলেজ ও অন্যান্য কর্মস্থান গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এবং স্থানীয় মানুষদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল এমনকি আয়ারল্যান্ডে ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।

ইওউইন ঝড় একটি ক্রান্তীয় বম্ব ঘূর্ণিঝড় এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আটলান্টিক শ্যাম মহাসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় ক্রমাগত শক্তিশালী হচ্ছে। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে প্রবল বাতাস ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের আবহেই রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। এর আগে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল প্রথমবারের মতন ২০১১ সালে। তবে কর্মকর্তারা জানিয়েছিলেন যে আবহাওয়া নিয়ে ডলার জারি করা থেকে সাধারণত তারা বিরত থাকেন কিন্তু এই জোয়ার এতটাই বিপজ্জনক যে রেড অ্যালার্ট জারি করা ছাড়া অন্য কোন উপায় তারা পায়নি।

এই সাইক্লোন বম্বের প্রভাবে আপাতত ভারতের আবহাওয়া বদল দেখা যাবে না। দেশের উত্তরের রাজ্যগুলিতে বরফ পাঠ যাকে শীত বিরাজ করছে পশ্চিমবঙ্গের বেশি তবে জাতীয় ঠান্ডা সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।