গুজরাটের সুরাটের কাছে লাইনচ্যুত হল একটি এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ছিল দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সুরাটের নিকটবর্তী কিম স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। তবে এখনো পর্যন্ত জানা গেছে কেউ এই দুর্ঘটনায় আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের মতামত
ট্রেন দুর্ঘটনার এলাকাটি সুরাট থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌরাষ্ট্র এক্সপ্রেসের ইঞ্জিনের কাছে যুক্ত একটি নন প্যাসেঞ্জার কোচ ও ভিপিইউ এর চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। নন প্যাসেঞ্জার কোচ হওয়াতে যাত্রীদের কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া রেল কর্মীরাও সকলেই নিরাপদে রয়েছেন।
রেল কর্তৃপক্ষের বক্তব্য
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব দুর্ঘটনাগ্রস্ত কোচটি বিচ্ছিন্ন করে সৌরাষ্ট্র এক্সপ্রেস পুনরায় যাত্রা শুরু করবে, তারই কাজ চলছে। সেই ঘটনাস্থলে কয়েকজন ঊর্ধ্বতন রেলকর্তা গিয়েছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।