দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কি হবেন একজন নারী? বিজেপির সম্ভাব্য চমক নিয়ে জল্পনা তুঙ্গে

Published on:

Delhi New CM

অমিত সরকার, কলকাতা: কয়েকদিন আগেই দিল্লিতে ভোট হয়ে গেল। এবার সেই ভোটে দীর্ঘ ২৭ বছর পর বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে। তবে এবার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবে এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে কৌতুহল। আর এমন অবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে যে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী নাকি হতে পারে একজন মহিলা।

এই পর্যন্ত দিল্লিতে মোট তিনজন মহিলা মুখ্যমন্ত্রী পদ পেয়েছে। তাদের মধ্যে হলো বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শিলা দীক্ষিত, ও আপের অতিশী। সবার নজর একদিকেই যে 2025 এর ভোটের বিজেপি ক্ষমতায় আসার পর সেই পদের জন্য কাকে বেছে নেবে বিজেপি। দিল্লিতে ৭০ টি বিধানসভা আসনের মধ্যে ৪৮ টি দখল করেছে বিজেপি।

তবে গেরুয়া শিবিরের সূত্রের খবর অনুযায়ী, এবার নাকি দিল্লির মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে ৪৮ জন বিধায়কের মধ্যে থেকে কাউকে। তবে শোনা যাচ্ছে ভোটে পরাজিত হয়েছেন অথবা ভোটে লরেন নিয়ে এমন কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হবে না।

তবে রাজধানীর মুখ্যমন্ত্রীর কুরসিতে কে বসবেন এ নিয়ে নানা স্থানের আলোচনা হলেও, একটি জল্পনা উঠে আসছে যে দিল্লিতে এবার রাজ করবে নাকি একজন মহিলা। তবে বেশ কিছু মিডিয়ার রিপোর্টের দাবি অনুযায়ী রাজনৈতিক সারপ্রাইজ দিতে দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদে কোন চমক দিতে পারে বিজেপি। একাধিক ফ্যাক্ট এক্ষেত্রে আলোচনায় উঠে আসছে।

কে হতে পারে মুখ্যমন্ত্রী? কী বলছে রিপোর্ট?

সূত্রের খবর অনুযায়ী উপ মুখ্যমন্ত্রীর পদটি দলিত সম্প্রদায় অথবা পিছিয়ে থাকা কোন জনজাতির কোন প্রতিনিধিকে দেওয়া হতে পারে। এছাড়া নতুন মন্ত্রিসভায় দলিত এবং মহিলা মুখ বেশি সংখ্যায় থাকতে পারে। তবে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বারবার একটি নাম উঠে আসছে সেটি হল পরবেশ ভর্মার।

কিন্তু পরবেশ ভর্মা ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আরো চারজন মহিলার নাম উঠে আসছে। তারা হলেন শালিমার বাগ কেন্দ্র থেকে জয়ী রেখা গুপ্ত, গ্রেটার কৈলাস থেকে জয়ী বিধায়ক শিখা রায়, ওয়াজিরপুর কেন্দ্র থেকে জয়ী পুনম শর্মা এবং নজরগড় কেন্দ্র থেকে জয়ী নীলম পহেলওয়ান।

অরবিন্দ কেজরিওয়ালের পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন আপ নেত্রী অতীশী। অনেকে মনে করছেন অতীশীর পর আবারো কোন মহিলার হাতেই যেতে পারে দিল্লির শাসন ভারের দায়িত্ব। তবে পরবেশ ভর্মার বাবা ছিলেন একজন মুখ্যমন্ত্রী, ঠিক সেই কারণেই বিভিন্ন আলোচনায় পরিবেশ ভর্মার নাম উঠে আসছে।

তবে রিপোর্টের দাবি অনুযায়ী এবার দিল্লি বিজেপি প্রধান ও নবনির্বাচিত বিধায়ক সতীস উপাধ্যায়ের নামও রয়েছে চর্চায়। এছাড়া জল্পনায় নাম উঠে আসছে পবন শর্মা, আশিষ সুদ সহ একাধিক জনের। এছাড়াও জাতিগত দিকে হিসাবকে নজরে রেখেও তপশিলি উপজাতি থেকে উঠে আসা বিধায়কদের দিকেও পার্টি নজর রাখছে বলে রিপোর্টের দাবি।

তবে বেশিরভাগ রিপোর্টের দাবি, এবার দিল্লির বুকে এক মহিলাকে বিজেপি তার মুখ্যমন্ত্রী করতে পারে। তবে এক্ষেত্রে বিজিবি কোন সারপ্রাইজ পরিকল্পনা করছে কিনা, সেই বিষয় নিয়েও রয়েছে নানা রকম জল্পনা। তবে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এখনো বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স এবং আমেরিকা থেকে ফিরলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দৌড়ে বিভিন্ন মহিলা বিধায়কের নাম

শিখা রায়

আপের সিনিয়র নেতা সৌরভ ভরদ্বাজকে ভোটে হারিয়েছেন বিজেপির শিখারায়। তিনি একজন পেশায় আইনজীবী। তিনি গ্রেটার কৈলাশ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তাকেও কার্যত সারপ্রাইজ প্রার্থী হিসেবে মাঠে নামিয়েছিল বিজেপি।

রেখা গুপ্তা

রেখা গুপ্তা দিল্লী ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি দিল্লির শালিমার বাগের আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি প্রায় ২৯ হাজারের বেশি ভোটে আপের বন্দনা কুমারী কে হারিয়েছেন।

পুনম শর্মা

পুনম শর্মা, দিল্লির ওয়াজির পুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপি প্রার্থী হিসেবে। তিনি আপের রাজেশ গুপ্তাকে ১১৪২৫ টি ভোটে হারিয়েছেন।

বাঁশুরি স্বরাজ

কেন্দ্রীয় মন্ত্রী বাঁশুরি নয়া দিল্লি লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন। তিনি একজন আইনজীবী।

স্মৃতি ইরানি

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হলেন স্মৃতি ইরানি। তিনি লোকসভা ভোটে আমেঠি থেকে বড় ধাক্কা খেয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী তার নামও জল্পনায় উঠে আসছে।

নীলম পেহেলওয়ান

বিভিন্ন জল্পনা এবং রিপোর্ট অনুযায়ী এই নীলম পেহেল ওয়ানের নামও কিন্তু উঠে আসছে। দিল্লির নজফগড় কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন। আপের তরুন কুমারকে হারিয়ে তিনি ২৯ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।