BJP নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য! ‘বাড়াবাড়ি করলে চৌরাস্তায় মারব’

Published on:

Dilip Ghosh

অমিত সরকার, কলকাতা: আবারও মারমুখী হলেন দিলীপ, এক রাস্তা উদ্বোধনে গিয়ে এক মহিলাকে বাপ, চোদ্দপুরুষ ইত্যাদি শব্দে আক্রমণ করেছেন BJP নেতা দিলীপ ঘোষ। তবে এই মন্তব্যের পরও বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। উল্টে শনিবার সকালে সংবাদ মাধ্যমের সামনেই তিনি বললেন যা বলেছি ঠিক বলেছি বাড়াবাড়ি করলে হয়, বাড়ি থেকে বের করে মারব, না হলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো।

BJP নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য

আসলেই গতকাল খড়গপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সেখানে যাওয়া মাত্রই ওই স্থানে এক মহিলা দিলীপ ঘোষ কে দেখে প্রশ্ন করেন, আপনি হঠাৎ করে রাস্তা উদ্বোধন করতে কেন এসেছেন? সারা বছর আপনাকে দেখা যায় না। সেই মহিলার এই কথা শুনেই মেজাজ দেখিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়। মহিলাটি পাল্টা আরো বলেন আপনি বাপ তুলে কেন কথা বলছেন? তারপর প্রাক্তন সংসদের গলায় চড়িয়ে বলেন চৌদ্দ পুরুষ তুলবো। বেশি ন্যাকামি করছে টাকা দিয়েছি ভিকারী পার্টি নই। চেচাবে না। গোলা টিপে দেব।

আরও পড়ুন: পাকিস্তানকে সন্ত্রাসবাদের জনক বললেন মোদী! চীনকেও কড়া বার্তা প্রধানমন্ত্রীর

তবে শনিবার সকালে খড়গপুর চা চক্রে বসে গতকালের ঘটনা প্রসঙ্গে দিলীপ হলেন আমি মেজাজ হারাইনি। মেজাজ ঠিক রেখে কথা বলেছি আজও বলছি খড়্গপুরে দাঁড়িয়ে বলছি এই রকমের বেয়াদবি যদি কেউ করতে আসে সে যে পার্টি হোক না কেন বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারবো, সে যত বড় নেতাই হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতেও পা দেয় না, রাজনীতি করতে হলে ভদ্রভাবে কর। ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধে করতে হয়।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।