অফিস অফ দা ডিস্ট্রিক জজ, উত্তর দিনাজপুর এর পক্ষ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। প্রার্থীদের অষ্টম, মাধ্যমিক এবং যেকোনো ডিগ্রী করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব কি কি পদে কর্মী নিয়োগ করা হবে? যোগ্যতা কি লাগবে, বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা: সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে।
তবে এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৭৪ টি। যার মধ্যে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য রয়েছে ২ টি শূন্য পদ, আপার ডিভিশন ক্লার্ক পদের জন্যও রয়েছে ৭ টি শূন্য পদ, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য রয়েছে ৩২ টি শূন্য পদ, প্রসেস সার্ভার পদের জন্য রয়েছে ৬ টি শূন্য পদ এবং গ্রুপ ডি পদের জন্য রয়েছে ২৭ টি শূন্য পদ।
বয়স সীমা: যেহেতু এক্ষেত্রে একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেজন্য পোস্ট অনুযায়ী কিন্তু আবেদনকারীদের বয়সসীমা আলাদা আলাদা হতে হবে। সেই বয়স কিন্তু ১/১/২০২৪ অনুযায়ী হতে হবে।
- ইংলিশ স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
- লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে উভয় ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন এবং ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো ২৭/৭/২০২৪ এবং অনলাইনের মাধ্যমে আবেদন এবং ফি প্রদানের শেষ তারিখ হল ২০/৮/২০২৪।
আবেদন মূল্য: প্রার্থীদের নির্দিষ্ট পোস্ট অনুযায়ী কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। যেহেতু এখানে একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেহেতু একাধিক পদের জন্য আবেদনমূল্য ভিন্ন ভিন্ন রয়েছে।
- ইংরেজি স্ট্যানোগ্রাফার এবং আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদনকারীদের মধ্যে যারা Gen, OBC (A,B), EWS ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের আবেদন মূল্য হিসেবে ৬০০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে। এছাড়া SC, ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে।
- লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদনকারীদের মধ্যে যারা Gen, OBC (A,B), EWS ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে। এছাড়া SC, ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে।
- প্রসেস সার্ভার পদের জন্য আবেদনকারীদের মধ্যে যারা Gen, OBC (A,B), EWS ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের আবেদন মূল্য হিসেবে ৪০০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে। এছাড়া SC, ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে।
- পিয়ন পদের জন্য আবেদনকারীদের মধ্যে যারা Gen, OBC (A,B), EWS ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে। এছাড়া SC, ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১৫০ টাকা + ব্যাঙ্ক চার্জ দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
- ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনকারীদের যেকোনো ডিগ্রী এবং সঙ্গে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে।
- আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস এবং সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে লিখার জন্য হাতে স্পিড থাকতে হবে।
- লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে।
- এছাড়া প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য আবেদনকারীদের অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে।
মাসিক বেতন
- ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে চাকরি-প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকার মধ্যে।
- আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকার মধ্যে।
- লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে।
- প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকার মধ্যে।
- এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেয়া হবে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকার মধ্যে।
আবেদন পদ্ধতি: আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে আবেদনকারীকে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই লিংক খুঁজে সেখানে ক্লিক করে, পর পর ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঠিক টাইম ও তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।