Driving Licence মেলা: লাইসেন্স বানিয়ে ফেলুন মাত্র 240 টাকায়

By Sumi Roy

Updated on:

Driving License Mela

পশ্চিমবঙ্গের একটি জেলায় শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেলা। যেখানে দু’চাকা এবং চার চাকার গাড়ি যার যার রয়েছে তাদের খুব কম টাকায় ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেওয়া হচ্ছে। আসলে দুই চাকা হোক বা চার চাকা যেকোনো গাড়ি চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্সের। তবে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সেটা আইনত অপরাধ, ফলে গাড়ি চালককে দিতে হয় ফাইন। আবার ড্রাইভিং লাইসেন্স করাতে গেলে নানা রকম হয়রানির শিকার হতে হয় সেই ব্যক্তিকে অথবা দালালের চক্করে পড়ে একটি ড্রাইভিং লাইসেন্স বানাতে হাজার হাজার টাকা খোয়াতে হয় সাধারণ মানুষকে। তাই পশ্চিমবঙ্গে চালু হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেলা যেখানে কম খরচে দেওয়া হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই প্রতিবেদনে এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সেভ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রামটি চলে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশন এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে এবং সারা বছর যে প্রক্রিয়াটি চলে থাকে তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্র্যাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম ড্রাইভিং লাইসেন্স মেলা। আমাদের রাজ্যে এই প্রথম এই মেলাটি শুরু হয়েছে।

এই মেলাটি আয়োজন করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। যেখানে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স মেলাতে গিয়ে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে খুব সহজেই লাইসেন্স পেয়ে যেতে পারে। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই প্রতিটি জেলায় জেলায় শুরু হবে এই মেলা। এবার আমরা দেখে নেব কোথায় ড্রাইভিং লাইসেন্স মেলা বসেছে এবং কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে এ সমস্ত বিষয়।

কোথায় হচ্ছে এই মেলা?

বর্তমানে এই ড্রাইভিং লাইসেন্স মেলা চলছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ লাইনের মাঠে। সেই মেলায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন ড্রাইভিং লাইসেন্স। আগামী সাত দিন ধরে দু’চাকা ও চার চাকার লাইসেন্স করার সুযোগ মিলবে বিভিন্ন থানার এলাকা বাসিন্দাদের। এই পুলিশ লাইন মাঠে ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ৮/৮/২০২৪ তারিখ থেকে।

লাইসেন্স করতে কত টাকা লাগবে?

যদি কোন ব্যক্তি দুই চাকার গাড়ির লাইসেন্স করতে চায় তাহলে তাকে ২৪০ টাকা দিতে হবে। চার চাকার গাড়ির লাইসেন্স করতে হলেও ২৪০ টাকা করে দিতে হবে। কিন্তু দু’চার এবং চার চাকা একসঙ্গে লাইসেন্স করতে গেলে ৩৬০ টাকা খরচ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

ড্রাইভিং লাইসেন্স মেলা থেকে ড্রাইভিং লাইসেন্স করতে হলে সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সে মোবাইল নম্বর সহ ফোনটি নিয়ে যেতে হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন তালিকা প্রকাশিত হয়েছে, দেখুন বিস্তারিত

কোন পুলিশ স্টেশনে কবে এই মেলা হবে?

এবার আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলায় কোন পুলিশ স্টেশনের আন্ডারে কবে এই মেলা অনুষ্ঠিত হবে।

  • ৮ ই আগস্ট- গুড়গুড়িপাল, কোতোয়ালি, খড়গপুর গ্রামীণ, এবং খড়গপুর টাউন।
  • ১২ই আগস্ট- গড়বেতা, শালবনী, গোয়ালতোড়, এবং আনন্দপুর।
  • ১৩ই আগস্ট- ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, এবং দাসপুর।
  • ২০ আগস্ট- ডেবরা, পিংলা, সবং, এবং নারায়ণগড়।
  • ২১ আগস্ট- মোহনপুর, দাঁতন, বেলদা, এবং কেশিয়াড়ি।
  • ২২ ও ২৩ আগস্ট- এই দুইদিন থাকছে জেলার পুলিশ এবং সমস্ত ভলেন্টিয়ারদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য।
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।