আবার শুরু হচ্ছে Duare Sarkar! কবে থেকে ও কারা উপকৃত হবেন? মমতার বড় ঘোষণা

Published on:

Duare Sarkar

অমিত সরকার, কলকাতা: মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউট ময়দানে সোমবার একটি সভায় সুখবর দিলেন সকলকে। তিনি বলেছেন আবারো ‘দুয়ারে সরকার’ শুরু হচ্ছে। ‘দুয়ারে সরকার’ শুরু হবে জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে এবং তা চলবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত। ন্যায্য অধিকার যা থাকবে ২৮ তারিখের মধ্যে দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান যে ১৫০০ হেক্টর জমি গঙ্গার জলে ভেসে যাচ্ছে, তবে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি, তিনি আরো বলেন যে ভোট আসলে বৈষম্যের রাজনীতি করতে আসে, কেন্দ্র হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করতে আসে, আর বন্যার জলে যখন ভেসে যায় তখন কোন ব্যবস্থাই নিচ্ছে না।

এদিন সভাতে মমতা আরো বলেন যে আমি নবাব বাহাদুর ইনস্টিটিউট কে ধন্যবাদ জানাই। এই স্কুল ২০০ বছর হল। তাদের আমি শিক্ষা দপ্তর থেকে ২৫ লক্ষ টাকা দিলাম। আজ ১১২ টি প্রকল্প উদ্বোধন হলো আরো ৮৫ টি প্রকল্প দেওয়া হল। তিনি আরো জানান যে, গঙ্গাভঙ্গ নিয়ে শোচনীয় অবস্থা। গঙ্গার আশেপাশের সব বাড়িঘর সব তলিয়ে যাচ্ছে, যার জন্য কটা পরিকল্পনা করেছিল কেন্দ্র। কিন্তু সেটাও এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে কেন্দ্র এখন কিছু করেনা, বাড়ি জমি ডুবে গেলেও তারা কিছু করেনা, আমাদের টাকা দিয়েই কাজ করতে হয়। ওরা যদিও আমাদের টাকা আটকে রাখে আজ ৬২ কোটি টাকা দেওয়া হল আগে ৪০০ কোটি টাকা দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ি নিয়েও নানা কথা বলেছেন। তিনি বলেছেন “বাংলার বাড়ি আমরা সারা রাজ্যে এই ১৩ বছরে ৪৭ লক্ষ বাড়ি করে দিয়েছি। আমাদের সমীক্ষা বলছে আরও ২৮ লক্ষ পেতে পারে। আমরা ১২ লক্ষ-র টাকা দেওয়া শুরু করেছি। বাকি ১৬ লক্ষ-র টাকা ধাপে ধাপে পেয়ে যাবেন।”

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।