E-Ration Card Download: ফোন থেকেই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করুন, জানুন পদ্ধতি

By Sumi Roy

Updated on:

How to Download E-Ration Card Online

E-Ration Card Download: বর্তমানে চলে এসেছে ডিজিটাল যুগ, তার সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্টস ও ডিজিটাল হচ্ছে। আমাদের বিভিন্ন রকম প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হল রেশন কার্ড। এই রেশন কার্ড ডিজিটাল কার্ড পাওয়া যায়। যাকে বলা হয় E-Ration Card। আর এই ডিজিটাল কার্ড আপনি নিজের ঘরে বসে ডাউনলোড করে নিতে পারেন। আপনার ডিজিটাল রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন? এ বিষয়ে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।

E-Ration Card Download

নিজের পুরানো রেশন কার্ডে যদি কোন ভুলভ্রান্তি থেকে থাকে সেগুলো সংশোধন করার থাকে তাহলে অনলাইনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং অনলাইন এর মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন আপনিও। আরে অনলাইন থেকে ডাউনলোড করার রেশন কার্ডকে সাধারণত E-Ration Card বলা হয়।

বিশেষ কিছু তথ্য

  • E-Ration কার্ডের মাধ্যমে সরকার এবং বেসরকারি সব ধরনের অফিসিয়াল কাজ করা সম্ভব।
  • রেশন কার্ডের মাধ্যমে রেশন দোকান থেকে রেশন সমগ্র নিতে পারবেন আপনি।
  • আপনি যে কোন সময়ে রেশন কার্ডের ওয়েবসাইট থেকে এই ই-রেশন কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন যত খুশি ততবার।
  • E-Ration কার্ড টি আপনি বাড়িতে বসেই ডাউনলোড করতে পারেন।
  • E-Ration কার্ড এবং একটি রেশন কার্ডের গুরুত্ব সমান রয়েছে।

আরও পড়ুন: Aadhaar Card বাতিল? আধারের বিকল্প কার্ড দিবে রাজ্য, মিলবে সব সুযোগ সুবিধা

রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি (How to Download E-Ration Card Online)

  • প্রথমে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল food.wb.gov.in ওয়েবসাইটটি ওপেন করবেন।
  • এরপর E-Ration কার্ড অপশনটি খুঁজে বের করে তাতে ক্লিক করতে হবে।
  • এবং ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে এবং সেই পেজের নিচে দিকে দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড ই-রেশন কার্ড (Click to Download e Ration Card)।
  • এরপর সেখানে ক্লিক করার পরে আরেকটি নতুন পেজ ওপেন হবে।
  • সেখানে নিজের রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা দিয়ে সার্চ (Search) বাটনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য আসবে এরপর ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে।
  • ডাউনলোড করার পরে একটি PDF প্রিন্ট আউট করে নিলেই হয়ে যাবে আপনার ই-রেশন কার্ড ডাউনলোড করা।
How to Download E-Ration Card Online
How to Download E-Ration Card Online

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

E-Ration CardDownload Here
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।