E-Shram Card Update: কেন্দ্র সরকার দিচ্ছে আর্থিক সুবিধা! জানুন ই-শ্রম কার্ডের সুবিধা ও আবেদন প্রক্রিয়া

Published on:

E-Shram Card Update 2025

অমিত সরকার, নয়াদিল্লি: কেন্দ্র সরকার মানুষ সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা উল্লেখযোগ্য প্রকল্প হলো ই-শ্রম কার্ড। এই কার্ডের মাধ্যমে উপকৃত হবেন সমাজের শ্রমজীবী সাধারণ মানুষ। এই কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের মানুষদের প্রতি মাসে অর্থ সহায়তা করে কেন্দ্র। এছাড়া এর পাশাপাশি মিলে একাধিক সুবিধা। তাই যারা এখনো এই কার্ডটি বানাননি তারা আজকেই আবেদন করুন, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনেই আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

E Shram কার্ড কী?

দেশের বহু মানুষ এই কার্ডটি করলেও অনেকেই এখনো এই কার্ডটির সম্পর্কে কিছুই জানে না। আসলে এই কার্ডটি কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা একটি কার্ড। যার ফলে উপকৃত হন সাধারণ মানুষ।

আসলে সমাজের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য করার জন্যই সরকার চালু করেছে ই শ্রম কার্ড। অনলাইনের মাধ্যমে প্রথমে পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হয়। আপনারা যারা এখনো এই কার্ডটি বানাননি তারা অবশ্যই নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করুন।

E Shram কার্ডের সুবিধা

এই কার্ডের মাধ্যমে সাধারণত উপকৃত হবেন অসংগঠিত ক্ষেত্রে অন্তর্গত যারা কর্মরত তারা। যেমন হেলপার, দোকানদার, ইটভাটায় কর্মরত শ্রমিক, ডেলিভারি বয়, অটোচালক, দুগ্ধ ব্যবসায়ী সহ ইত্যাদি মানুষ। এছাড়া এই পোর্টালের নাম নথিভুক্ত হওয়া ব্যক্তিদের কেন্দ্রীয় সরকার ২ লক্ষ টাকার দুর্ঘটনা ভাতা দিচ্ছে। তারা মূলত নিরাপত্তা বীমা আওতায় এই অর্থ পাবেন। মূলত দুর্ঘটনায় কোন শ্রমিক মারা গেলে দু লক্ষ টাকার বীমা দেওয়া হবে এছাড়া আংশিকভাবে অক্ষম ব্যক্তিদের এক লক্ষ টাকার বীমার সহায়তা দেওয়া হবে।

E-Shram Card আবেদন পদ্ধতি

এবার দেখে নেব ধাপে ধাপে E-Shram কার্ডের জন্য আবেদন পদ্ধতি।

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে (register.eshram.gov.in) যেতে হবে।
  • Self Registration অপশন এ আধার লিঙ্ক যুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে।
  • তারপর send otp অপশন এ ক্লিক করতে হবে।
  • ফ্রম ওপেন হবে সেখানে সঠিক তথ্য পূরণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলেই আপনার আবেদন সমাপ্ত হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।