অমিত সরকার, কলকাতা: বর্তমানে কলকাতা মুম্বাইয়ের দেখানো পথে হাঁটতে চলেছে। আসলে ২০১৭ সালে মুম্বাইয়ের প্রথম চালানো হয়েছে এসির লোকাল ট্রেন। মুম্বাইয়ের মত এবার পূর্ব রেল এসি লোকাল চালাতে হয়েছে আগ্রহী। সবকিছু ঠিক থাকে তাহলে শিয়ালদাহ ডিভিশনে প্রথম শুরু হতে পারে এসি লোকাল ট্রেন।
বিভিন্ন খবর সূত্রে জানা যায় যে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে একটি রুটি এসি লোকাল ট্রেন চালানোর জন্য রেল বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে। রেল বোর্ডের এই অনুমতি মিললেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি লোকাল ট্রেন রেক শিয়ালদায় আসবে। এর আগে ২০২২ সালে কিন্তু রেল বোর্ডকে চিঠি দিয়ে লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর অনুমতি চাওয়া হয়েছিল। এই এসি লোকাল ট্রেন কোন রুটে চালানো হবে এবং ট্রেনের ভাড়া কত হবে এ বিষয়ে কিন্তু এখনো কিছুই ঠিক হয়নি। জানা গেছে তারা নাকি প্রথমে ট্রেন চালিয়ে দেখবে এবং যাত্রী কেমন হচ্ছে দেখবে তারপর ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাববে।
প্রথম AC লোকাল ট্রেন
আমরা লোকাল ট্রেন বলতে সবই বুঝি যেখানে প্রচুর ভিড় হয় এবং বহু মানুষ যাতায়াত করে। এক কথায় নিত্য প্রয়োজনীয় যাতায়াতের জন্য আমরা কম পয়সায় লোকাল ট্রেন কেই বেছে নেই। আর সেই লোকাল ট্রেন যদি হয় এসি তাহলে তো সোনায় সোহাগা। আসলে এর আগে ২০১৭ সালে প্রথম এসি লোকাল ট্রেন চালানো হয়েছিল মুম্বাইয়ে। প্রথমে মুম্বাইয়ের এসি লোকাল ট্রেনের ভাড়া রাখা হয়েছিল ৫০ টাকা। কিন্তু ৫০ টাকা টিকিটের এই ট্রেনে যাত্রী পর্যাপ্ত না মেলায় ভাড়া কমিয়ে ২৫ টাকা করা হয়। ঠিক তারপরেই থেকেই সেই এসি লোকাল ট্রেনে যাত্রী ব্যাপক হারে বেড়েছে। এবার মুম্বাইয়ের মত কলকাতায় সেই একই পথে হাঁটতে চলেছে। মুম্বাইয়ে এসি লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা বাড়ার ফলে, শহরতলীতে আরো ৮ টি নতুন এসি লোকাল ট্রেন মার্চ মাসের মধ্যে শুরু হয়ে যাবে।
AC ট্রেন চালু করার কারণ
আমরা সকলেই জানি বর্তমানে ট্রেনে প্রচুর যাত্রী যাতায়াত করে। যেমন যাতায়াতের সুবিধা তেমনি টাকাও লাগে বেশ অনেক কম। সেই রকমই শিয়ালদা ও হাওড়ায় বহু রুটে যাত্রীদের ভিড় ব্যাপক হয়। তবে গরমকালে যাত্রীদের সেই ট্রেনে করে সফর করা হয়ে যায় কষ্টকর, ঠিক তার জন্যই সেই রুটে এসি লোকাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রথমত এসি লোকাল ট্রেনে সেই কষ্ট থেকে মুক্তি পাবে অনেকেই, এছাড়া নন এসি লোকাল যেন কিন্তু ভিড়ের চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। তবে শিয়ালদায় কোন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে তা কিন্তু এখনও ঠিক হয়নি, এছাড়া ভাড়াও ঠিক হয়নি। রেল সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে প্রথমে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালিয়ে দেখা হবে তারপরে যদি ভালো প্রতিক্রিয়া মেলে তারপর তারা এসি লোকাল ট্রেন আরো বাড়াতে পারে।