পুরনো PAN Card এখনই বদলান! ফ্রিতে PAN 2.0 ডাউনলোডের সহজ পদ্ধতি

By Amit Sarkar

Published on:

PAN 2.0

ভারত সরকার সম্প্রতি পার্মানেন্ট একাউন্ট নম্বর যাকে আমরা এক কথায় প্যান কার্ড বলি এর নতুন সংস্করণ ২.০ চালু করার ঘোষণা করেছে। এই নতুন সংস্করণে যোগ করা হয়েছে উন্নত এবং সুরক্ষা বিশিষ্ট একটি আধুনিক QR কোড। যদিও এর আগেই এই QR কোড যুক্ত করা হয়েছিল 2017 থেকে 18 সালে প্রথমবার। তবে এখনো পুরনো সংস্কারকারী কার্ড অনেকের কাছে রয়েছে। যেগুলোতে এই সুবিধা নেই। তাই সরকারের পক্ষ থেকে সকলকে নতুন প্যান কার্ড ডাউনলোড করে নিতে বলা হচ্ছে।

PAN 2.0 কার্ডের বৈশিষ্ট্য

নতুন সংস্করণের এই প্যান কার্ডের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আধুনিক QR কোড। এ কোডটি ব্যবহারকারীর নাম, ছবি সত্যতা, সই, অভিভাবকের নাম, এবং জন্মতারিখ যাচাই করতে সাহায্য করবে। ফলে কার্ডের তথ্য যাচাই করার আগে তুলনায় এখন থেকে আরও সহজ এবং নিরাপদ হবে।

বিনামূল্যে কিভাবে এ নতুন প্যান কার্ড ডাউনলোড করবেন?

নতুন এ প্যান কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদের প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে খুব সহজেই তারা নিজেদের নতুন প্যান কার্ড কিউআর কোড সহ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পদ্ধতি নীচে ধাপে ধাপে দেওয়া হলো।

১. সর্বপ্রথম প্রার্থীদের NSDL এর অফিসিয়াল ওয়েবসাইট বা UTIITSL লগইন করতে হবে।
২. তারপর নতুন ই-প্যান ডাউনলোড করার জন্য আপনাকে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে।
৩. তারপর সেখানে প্যান নম্বর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে।
৪. এরপর রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা OTP দিয়ে সাবমিট করতে হবে।
৫. এরপর আপনি আপনার ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এটি PDF ফরম্যাটে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে।

কি কি ডকুমেন্ট লাগে?

নতুন প্যান কার্ড ডাউনলোড করার জন্য যে ডকুমেন্টগুলি প্রয়োজন হয় সেগুলি হল- প্রার্থীর প্যান নম্বর, প্যান নাম্বারের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বার, এবং ইমেইল আইডি।

চার্জ এবং শর্তাবলী

ফ্রিতে নতুন প্যান কার্ড ডাউনলোড করার জন্য বেশ কিছু শর্তাবলী মানতে হবে।

  • যদি আপনার প্যান কার্ড গত এক মাসের মধ্যে ইস্যু করা থাকে তাহলে এই নতুন প্যান কার্ড সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
  • পুরনো প্যান কার্ড ধারীদের নতুন প্যান কার্ড ডাউনলোড করার জন্য ৮.২৬ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে।
  • কিউআর কোডযুক্ত ফিজিকাল প্যান কার্ড পাবার জন্য ৫০ টাকা পেমেন্ট করতে হবে।

PAN 2.0 কার্ডের সুবিধা

নতুনের প্যান কার্ড নিরাপদ এবং ব্যবহারকারীদের জন্য খুবই উপযুক্ত হবে। কারণ QR কোড যুক্ত হওয়ার কারণে তথ্য যাচাই সহজ হবে এবং জালিয়াতি রোধে বিশেষ ভূমিকা রাখবে। এই উদ্যোগ প্যান কার্ডের ব্যবহারকারীদের জন্য আরো নির্ভরযোগ্য একটি পরিচয় পত্র হিসেবে প্রমাণিত হবে।

তবে যাদের এখনো পুরনো প্যান কার্ড রয়েছে তারা এই পুরনো প্যান কার্ডটি নতুন প্যান কার্ডে আপডেট করে ই-প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।