চাকরিজীবীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। বিশেষ করে যাদের কোম্পানির তরফ থেকে এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ডের টাকা কাটা হয়, এক কথায় যাকে PF বলে। ভারত সরকারের তরফ থেকে বেসরকারি ক্ষেত্রে কর্মরত কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নতুন সিস্টেম চালু করতে চলেছে। নতুন সিস্টেম অনুযায়ী অবসর সময়ে চাকরী প্রার্থীরা যেমন অতিরিক্ত কিছু টাকা পাবে তেমনি প্রয়োজনীয় অনুযায়ী খুব সহজেই টাকা তুলতেও পাবে।
EPFO 3.0
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে খুব শীঘ্রই ইপিএফও ৩.০ এর কাজ সম্পন্ন করার চেষ্টা করছে সরকার। এই সিস্টেম চালু হলেই কর্মীরা আরো বেশি সুযোগ-সুবিধা পেতে পারবে। জানা যাচ্ছে মূলত PAN 2.0 এবং EPFO 3.0 এই দুই আপগ্রেডেশনের মধ্যে যোগ সূত্র রয়েছে। এই সিস্টেম একবার চালু হয়ে গেলে PF এর টাকা তোলার জন্য চাকরি-প্রার্থীদের এখানে ওখানে ঘুরতে লাগবেনা তারা চাইলেই ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংকের ATM থেকেই PF এর টাকা তুলে নিতে পারবে।
পাল্টে যাচ্ছে EPF এর নিয়ম
এখনো পর্যন্ত পেনশন স্কিম ১৯৯৫ বা EPS 1995 এর ভিত্তিতে নিয়োগ কারীকে ৮.৩৩ শতাংশ EPS এর জন্য দিতে হয়। তবে খুব শীঘ্রই এই নিয়মেই বদল আসতে পারে বলে জানা যাচ্ছে। কর্মচারীরা নিজের থেকেই এক্ষেত্রে নিজেদের টাকা বিনিয়োগ করতে পারবে যার ফলে কর্মীরা আরো বেশি টাকা জমাতে পারবে বা নিজের ইচ্ছে মত টাকা জমাতে পারবে।
বাড়তে পারে EPFO এর অবদানের পরিমাণ
বর্তমানে কর্মচারীরা তাদের বেসিক মাইনের ১২% টাকা EPF এর জন্য দিতে পারেন, তবে এই সীমা আরও বাড়ানোর প্রস্তাব নিতে পারে সরকারের তরফ থেকে। যদি সেটা হয় তাহলে কর্মচারীরা আরো বেশি করে টাকা জমাতে পারবে। যা অবসরের সময় আরো বেশি টাকা হাতে তুলে দিবে কর্মচারীদের। এক্ষেত্রে আর্থিক নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আধার কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট: এই ভুলটি করলে বন্ধ হতে পারে আপনার কার্ড!
কবে থেকে চালু হবে এই নতুন নিয়ম?
এখন অনেকের মনে একই প্রশ্ন জাগছে যে কবে থেকে এই নতুন নিয়ম চালু হতে পারে? এখনো পর্যন্ত এই নতুন নিয়ম চালু হওয়া নিয়ে অফিশিয়ালি ভাবে কোন ঘোষণা পাওয়া যায়নি তবে আশা করা যাচ্ছে যে 2025 সালের শুরুর দিকে হয়তো এই সংক্রান্ত ঘোষণা সরকারের পক্ষ থেকে আসতে পারে। তাই সকলে এখন সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করছে। আর এই নিয়ম যদি সত্যি হয় তাহলে সত্যি সত্যি বেসরকারি চাকরিপ্রার্থীদের জন্য খুবই উপকৃত হবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।