বর্তমান বাংলাদেশের সরকার মুখে এক কথা বলছেন আর কাজে করছেন তার বিপরীত। বাংলাদেশের হিন্দু নির্যাতন যেন দিন দিন বেড়েই চলেছে। শুধু যে বাড়ি জ্বালিয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তা নয় এবার প্রশাসনিক ক্ষেত্রেও হিন্দুদের উপর নির্যাতন শুরু হল। জানা গেছে প্রশাসনিক পদে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। জানা গেছে বাংলাদেশের বিসিএস পরীক্ষায় পাশ করা একাধিক হিন্দু চাকরিপ্রার্থীদের নাম বাতিল করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন সীমান্তের ওপারে জেলবন্দী সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে এই বিষয় নিয়ে বাংলাদেশের প্রশাসন কোন মন্তব্য করতে রাজি হয়নি।
প্রথমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিসিএস এর ফাইনালি প্রকাশ করা করেছিল বাংলাদেশের সিভিল সার্ভিস কমিশন। কিন্তু গত ১৫ ই অক্টোবরের লিস্ট বাতিল করে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে ১৬৮ জনকে তবে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই নাকি হিন্দু এমনই দাবি করা হয়েছে কোন কোন মহল থেকে।
মঙ্গলবার কুনাল ঘোষের সঙ্গে দেখা করে বাংলাদেশ বিসিএস পাস করে হিন্দুদের চাকরি-প্রার্থীদের নাম বাতিল করার বিষয়টি জানিয়েছেন প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময় ঘোষের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে বেশ কিছু সূত্র অনুযায়ী জানা গেছে যে ১৬৮ জনের নাম বাদ পড়েছে তাদের মধ্যে বেশিরভাগই নাম নাকি হিন্দু ধর্মাবলম্বী মানুষের নাম। তাই প্রশ্ন উঠেছে ৩ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বদল করে বেছে বেছে কেন সনাতনীদের বাদ দেওয়া হল সেই লিস্ট থেকে।
হিন্দুদের বাদ পরার তালিকা
হিন্দুদের বিভিন্ন ক্ষেত্রে বাদ দেওয়া হচ্ছে। যেমন ৪৩ তম বিসিএস এর যে তালিকা বেরিয়েছে সেই তালিকা অনুযায়ী প্রশাসন ক্যাডারে ২৬ জনকে বাদ দেওয়া হয়েছে তবে তার মধ্যে কিন্তু হিন্দুদের সংখ্যা ছিল ১৩ টি। পুলিশ ক্যাডারে আটজনের মধ্যে দুজন হিন্দু এছাড়া ট্যাক্সের সাতজনের মধ্যে পাঁচজনই হিন্দু। পররাষ্ট্র ক্যাডার যেখানে পাঁচজন বাদ পড়েছেন তাদের মধ্যে দুজনই হিন্দু। কাস্টম ক্যাডার এ তিনজনের মধ্যে একজন হিন্দু। সমবায় ক্যাডারে তিনজনের মধ্যে একজন হিন্দু এবং রেলওয়ে ক্যাডারেও একজন বাদ পড়েছেন, তিনিও হিন্দু ছিলেন। ফুটের চাকরির ক্ষেত্রেও বাতিল হওয়া তিনজনের মধ্যে দুজন ছিল হিন্দু। বাংলাদেশের বিভিন্ন খবর পাওয়া যায় যে ৪৩ তম বিসিএস ক্যাডারের ১৫ অক্টোবর যে গ্যাজেটটা বের হয়েছিল সেটা বাতিল করে পুনরায় নতুন গ্যাজেটটা বের করে, সেখানে দেখা যায় বাদ দেওয়া ২৬৭ জনের মধ্যে ১৬৭ জনই সনাতন ধর্মের। এছাড়া একটি সূত্র অনুযায়ী জানা গেছে যে আবেদন করা প্রায় দেড় হাজার জন বাদ পড়েছে যারা প্রত্যেকে হিন্দু।
তবে এই বিষয়ে বাংলাদেশের জিজ্ঞাসাবাদ করা হলে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামাতি ইসলামির কট্টর সমর্থক হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বাংলাদেশ হল মুসলিম প্রধান দেশ তাই এদেশের ৯০ শতাংশ মুসলিম। সেক্ষেত্রে পুলিশ হোক কিংবা সরকারি যেকোনো চাকরি হোক মুসলিমরাই অগ্রাধিকার পাবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।