জাল নোটে সতর্কতা! ₹১০০ টাকার নকল নোট ছড়াচ্ছে বাজারে, জানুন RBI-এর নির্দেশিকা

Updated on:

fake-100-rupee-note-rbi-warning

অমিত সরকার, কলকাতা: ভারতীয় মুদ্রায় অনেক ধরনের নোট আছে। তবে সাধারণ মানুষ যে নোটের মাধ্যমে বেশি লেনদেন করে থাকে তা হল ১০০ টাকার নোট। বিভিন্ন সূত্রে জানা যায় যে গত কয়েক বছর ধরে এই ১০০ টাকার নোট ভারতে সর্বাধিক ব্যবহৃত নোট হয়ে উঠেছে। আর ঠিক এরকম পরিস্থিতিতেই দেশের অনেক অঞ্চলে জাল ১০০ টাকার নোটের প্রচলন বাড়ছে। খালি চোখে দেখলে বোঝা যায় না যে এগুলো আসল না নকল। আসলে দৈনন্দিন লেনদেনে এই জাল নোটগুলি ব্যবহার করছে অসাধু ব্যক্তিরা। তাই RBI এর পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক আসল এবং জাল ১০০ টাকার নোটের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে নির্দেশিকা জারি করেছে।

জাল নোটের বিষয়ে সতর্কতা করে দেওয়া সত্বেও বাজারে যেন জাল নোট হু হু করে ছড়িয়ে পড়ছে। আসলে জাল নোট যে হারে নিখুঁত করে তৈরি করা হচ্ছে তাতে করে টাকা আসল না নকল তা শনাক্ত করাই কঠিন হয়ে উঠছে। তাই RBI মানুষকে নগদ অর্থ পরিচালনা করার সময় সতর্ক থাকা এবং টাকা দেওয়া নেওয়ার সময় নির্দিষ্ট চিহ্ন গুলো দেখে তারপর টাকা লেনদেনের পরামর্শ দিচ্ছে।

আসল ১০০ টাকার নোট চেনার উপায়

আসলে RBI এর পক্ষ থেকে আসল ১০০ টাকার নোট চেনার সহজ কিছু পদক্ষেপ শিখিয়েছে। নিজেকে জ্বালিয়াতি থেকে রক্ষা করার জন্য RBI এর নির্দেশিকা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এই নির্দেশিকা গুলি ভালোভাবে লক্ষ্য করলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি আসল টাকা পেয়েছেন নাকি নকল টাকা। এবার আমরা দেখে নেব আসল ১০০ টাকা নোট চেনার উপায়।

  • ওয়াটারমার্ক পরীক্ষা- আসল ১০০ টাকার নোটে ওয়াটারমার্কে মহাত্মা গান্ধীর ছবি দেখা যাবে। যদি না দেখতে পান তাহলে সেটি নকল।
  • ফুলের নকশা- এছাড়া ওয়াটারমার্ক এর কাছে উলঙ্গ ব্যান্ডে ফুলের নকশা রয়েছে। আর যদি না দেখা যায় তাহলে জানবেন নোটটি নকল।
  • সিকিউরিটি থ্রেড পরীক্ষা- আসল ১০০ টাকার নোটে সিকিউরিটি থ্রেডে “হিন্দিতে ভারত” এবং “RBI” শব্দটি লেখা দেখতে পাবেন। যা বিভিন্ন কোণ থেকে দেখলেই নীল এবং সবুজ রঙের মধ্যে রং পরিবর্তন করে।
  • গান্ধীর ছবি- আসল ১০০ টাকার নোটটি তে উলম্ব ব্যান্ড এবং গান্ধীর ছবির মাঝখানে RBI এবং 100 লেখা আছে।

উপরোক্ত এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করলে যে কোন ব্যক্তি সহজে ১০০ টাকার নোট আসল না নকল তা বুঝে নিতে পারবে। তাহলে আপনিও একবার চেক করে নিন আপনার পার্সে থাকা ১০০ টাকার নোটটি আসল না নকল। এবং এই নোট চেনার পদ্ধতিগুলি নিজেদের আপন লোকের সঙ্গে শেয়ার করুন যাতে তারা প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।