সমস্ত কৃষকদের জন্য রয়েছে খুশির খবর। নবান্নের একটি বৈঠকে কৃষকদের জন্য নানারকম সুবিধার কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য নতুন আপডেট দিয়েছে, এতে কৃষকরা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যেতে পারবেন। কি সেই আপডেট, কত টাকা করে পাবে কৃষকরা ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন, আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
নবান্নে কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নতুন আপডেটের কথা জানিয়েছেন তা হল এবার থেকে নাকি কৃষকদের ফসল নানা কারণে নষ্ট হয়ে গেলেও শস্য বীমার সুবিধা পাবে তারা। ঘূর্ণিঝড়ের ফলে ফসল ক্ষতিগ্রস্ত হলে, ধান কাটার পর মাঠে পড়ে থাকা ফসল প্রাকৃতিক দুর্যোগে বা অন্য কোন কারণে নষ্ট হয়ে গেলেও শস্য বীমার সুবিধা পাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা। এছাড়া তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আসা কৃষকদের অভিযোগ নিষ্পত্তির জন্য কড়া নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেছেন বিভিন্ন সময় হঠাৎ করে আসা ঝড় বা ঘূর্ণিঝড়ের মাধ্যমে প্রচুর ফসল নষ্ট হয়, সে সমস্ত ক্ষতিগ্রস্তদের সুবিধা দেওয়া হবে, এমনটাও জানা গেছে নবান্ন সূত্রের খবর অনুযায়ী। এছাড়া কৃষি মন্ত্রী রবি মরশুমে চাষ আবাদ করার জন্য কৃষকরা যাতে সার পেতে কোন সমস্যায় না পড়ে তা নিয়েও নির্দেশ দিয়েছেন।
আরেকটি নতুন খুশির খবর হল এই চলতি অর্থ বছরে যদি কোন কৃষক কৃষি কাজে ব্যবহার করার জন্য ছোট, বড়, মাঝারি ধরনের মেশিন কিনতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের সরকার থেকে ৫০ থেকে ৮০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। তবে মেশিনপত্র কেনার ক্ষেত্রে সরকার এবার এক লক্ষ মেশিন কেনার লক্ষ্য নির্ধারণ করেছেন। যদি কৃষকরা মেশিনপত্র কিনতে চায় তাহলে তারা অফলাইন বা অনলাইন যেকোনোভাবে কিন্তু আবেদন করতে পারবে।
আরও পড়ুন: Sabooj Sathi Scheme: স্কুল পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল, কিভাবে করবেন আবেদন?
শোভন দেব চট্টোপাধ্যায় আরও নির্দেশ দিয়েছেন যে এদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী সচিবালয়ে কৃষকদের যত অভিযোগ জমা পড়েছে সেগুলোকে আগামী ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। শুধু নিষ্পত্তি করলেই হবে না যেসব অভিযোগ ভিত্তিহীন বলে মনে হবে আধিকারিকদের, সেগুলো কেন ভিত্তিহীন মনে হচ্ছে সে বিষয়েও তথ্য প্রমাণ সহ দপ্তর দাখিল করারও নির্দেশ দিয়েছে।
মঙ্গলবারের আলু নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী সেদিন থেকেই অন্যান্য রাজ্যে আলু যাওয়ার ছাড়পত্র দিয়েছেন এবং সেই আলু কত দামে বাজারে বিক্রি হচ্ছে সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।