GAIL Recruitment 2024: ৩৯১ টি নন এক্সিকিউটিভ পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত

GAIL Recruitment 2024

GAIL Recruitment 2024: যে সমস্ত প্রার্থীরা কেন্দ্র সরকারের স্থায়ি চাকরি খুঁজ ছিলেন তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি GAIL (India) লিমিটেডের পক্ষ থেকে একাধিক শূন্য পদে নন এক্সিকিউটিভ এর অনেকগুলি পোস্টে কর্মী নিয়োগ করার জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যে কোন জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। চাকরি-প্রার্থীদের কিন্তু সারা দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং হবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, যোগ্যতা কি লাগবে, বেতন কত করে দেবে, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা: সংস্থার পক্ষ থেকে প্রকাশিত official বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে নন এক্সিকিউটিভের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। পোস্টগুলি যেমন জুনিয়ার ইঞ্জিনিয়ার, ফোরম্যান, জুনিয়র সুপারইনটেনডেন্ট, জুনিয়র কেমিস্ট, জুনিয়র একাউন্টেন্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অপারেটর, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, মেকানিক্যাল টেকনিশিয়ান, ইত্যাদি। তবে এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৩৯১ (UR-১৭৪, SC -৬০, ST -৩৯, OBC -৮৯, EWS -২৯) টি।

আবেদনকারীর বয়স সীমা: যেহেতু এখানে নন এক্সিকিউটিভ এর বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেজন্য কিন্তু প্রতিটি পোস্টের ক্ষেত্রে আবেদনকারীদের আলাদা আলাদা বয়সসীমা হবে। তবে এক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ২৬ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। কোন পদের জন্য আবেদনকারীদের কি বয়স হতে হবে সে সমস্ত বিস্তারিত জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেহেতু এখানে একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে তাই প্রত্যেকটি পোষ্টের জন্য কিন্তু আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হতে হবে। ইচ্ছুক প্রার্থীদের বলবো তোমাদের পছন্দমত পোষ্ট অনুযায়ী কি রকম যোগ্যতা থাকতে হবে সে সমস্ত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন। সাধারণত আবেদনকারীদের প্রাসঙ্গিক পোস্টগুলি ক্ষেত্রে ITI/ মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ স্নাতক ডিগ্রী/স্নাতকোত্তর ডিগ্রী/CA/ICWA কমপ্লিট করা থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ৮/৮/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ৭/৯/২০২৪।

আবেদন মূল্য: নন এক্সিকিউটিভ এর বিভিন্ন পদে আবেদন করার জন্য Gen, OBC (NCL), EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST, PwBD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।

মাসিক বেতন: গ্রেড S-৩ পদের বেতন দেওয়া হবে ২৪,৫০০ টাকা থেকে ৯০,০০০ টাকার মধ্যে। গ্রেড S-৫ পদের বেতন দেওয়া হবে ২৯,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত এবং গ্রেড S-৭ পদের বেতন দেওয়া হবে ৩৫,০০০ টাকা থেকে ১,৩৮,০০০ টাকার মধ্যে।

নির্বাচন পদ্ধতি: এক্ষেত্রে প্রথমে শর্টলিস্ট তৈরি করা হবে, তারপর কম্পিউটারের দক্ষতা পরীক্ষা/ লিখিত পরীক্ষা/ ট্রেড টেস্ট/ অনুবাদ পরীক্ষা/ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষার ওপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

আরও পড়ুন: উত্তর দিনাজপুরের জেলা জজ অফিসে কর্মী নিয়োগ, অষ্টম এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন

আবেদন পদ্ধতি: আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করার আগে প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদ বেছে সে পদের জন্য আবেদন করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংক খুঁজে সেখানে ক্লিক করতে হবে। তারপর যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে না। কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের রেজিস্ট্রেশন করে লগইন আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। যাদের আবেদন মূল্য দিতে হবে তাদের আবেদন মূল্য অনলাইন এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
আবেদন করার লিঙ্কClick Here

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট