মহিলারা পাবেন ফ্রিতে রান্নার গ্যাস! বিনামূল্যে কিভাবে এলপিজি গ্যাস পাবেন তা দেখুন বিস্তারিত

Published on:

govt announces free lpg connection

অমিত সরকার, কলকাতা: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে অন্যতম প্রকল্প হল মহিলাদের জন্য পিএম উজ্জ্বলা যোজনা। তবে বর্তমানে ফ্রি রান্নার গ্যাস পাবে দেশের গরীব ও মধ্যবিত্ত নাগরিকরা এমনই একটি খবর পাওয়া গেল সরকারের তরফ থেকে। আসলে দেশে যে সমস্ত মহিলারা খড়ি বা কাঠ কয়লা দিয়ে রান্না বান্না করেন তাদের যাতে রান্নাবান্না করতে কোন রকম অসুবিধা না হয় এছাড়া অন্যদিকে পরিবেশ দূষণ আটকানোর জন্য মূলত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি প্রত্যেক দরিদ্র ও নিম্ন মধ্যবর্তী পরিবারের মহিলাদের জন্য বিনামূল্যে পিএম উজ্জ্বলা যোজনার সূচনা করেছিলেন।

পিএম উজ্জ্বলা যোজনা

এই প্রকল্পটি তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মূল কারণ হলো পরিবেশ দূষণ কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখা। তবে এখনো পর্যন্ত যে সমস্ত গ্রামে গঞ্জে মহিলারা কাঠ খোলা দিয়ে রান্নাবান্না করেন যার ফলে যেভাবে পরিবেশ দূষণ হয় অন্যদিকে তাদের অনেকটাই মেহনত করে রান্নাবান্না করতে হয় আর এ কারণেই দেশের প্রতিটি ঘরে যাতে গ্যাসে রান্নাবান্না হয় তার জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ করার সিদ্ধান্ত নেয়।

ফ্রী গ্যাস

ভারতবর্ষের ইতিমধ্যে কয়েক কোটি মহিলা পিএম উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস নিয়ে লাভবান হয়েছেন। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় ভার্সন অর্থাৎ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা ২.০ নিয়ে আসা হয়েছে। এই দ্বিতীয় ভার্সন যদি আসে তাহলে তার মাধ্যমে আরো স্বল্পমূল্যে দেশের মহিলারা রান্নার গ্যাস সিলিন্ডার এবং ওভেন পেয়ে যাবেন। তবে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং আবেদনের জন্য কী কী লাগবে এবার সেটাই দেখে নেব।

ফ্রী গ্যাস দেবার কারণ

বর্তমান সময়ে বিভিন্ন দ্রব্য মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাস সিলিন্ডার এর দাম। একটি রান্নার গ্যাস কিনতে যে পরিমাণ টাকা ব্যয় করতে হয় তা কিন্তু একটি মধ্যবিত্ত পরিবারের অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার। ঠিক এই কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার খুব স্বল্পদামে বিতরণ করা হয়। তবে দেশের প্রত্যেকটি ঘরে যাতে সেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সুযোগ পায় মহিলারা সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্যই সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবেদনের জন্য যোগ্যতা

সরকারের পক্ষ থেকে বিনামূল্যে গ্যাস সংযোগ পেতে হলে আবেদনকারীদের অবশ্যই বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন।

  • আবেদনকারীদের অবশ্যই ভারতবর্ষে স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যে সমস্ত পরিবার দরিদ্র সীমার নিচে রয়েছে এবং সেই সমস্ত পরিবারের মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর।
  • আধুলকারী মহিলা তপশিলি জাতি উপজাতি বা আদিবাসী সম্প্রদায় হয়ে থাকলে অগ্রাধিকার পাবে।
  • মহিলাদের আধার কার্ডের সঙ্গে লিংকসহ বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।

অনলাইন আবেদন পদ্ধতি

যেকোনো প্রার্থী অনলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের জন্য আবেদন জানাতে পারবেন। এজন্য প্রার্থীকে সবার প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে গিয়ে আবেদন লিঙ্ক খুঁজে আবেদন পত্র সম্পূর্ণ তথ্য দিয়ে ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

অফলাইনে আবেদন পদ্ধতি

যদি কোন ব্যক্তি অফ লাইনের মাধ্যমে আবেদন করতে চায়, তাহলে তাদের এই প্রকল্পের জন্য নিকটবর্তী গ্যাস সরবরাহকারী যে কোন কোম্পানি রয়েছে সেখানে গিয়ে আবেদন জানাতে পারেন। আবারো বলে রাখি মূলত বিপিএল রেশন কার্ড গ্রাহকরা এই আবেদন করতে পারবেন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।