Jio গ্রাহকদের জন্য দারুণ খবর! ৪৫ কোটি গ্রাহকের জন্য ২০০ দিনের সস্তা প্ল্যান চালু থাকছে

Sumi Roy

Published on:

Great news for Jio customers

সুমি রায়, কলকাতা: Jio তার গ্রাহকদের জন্য গত বছরের ডিসেম্বর মাসের ১১ তারিখ থেকে একটি রিচার্জ প্ল্যান চালু করেছিল। সেই রিচার্জ প্যান্টি চালু করেছিল কিছু সময়ের জন্য। যেখানে জিও সেই রিচার্জ প্ল্যানে ২০০ দিনের বৈধতার সঙ্গে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং, আনলিমিটেড 5G ডেটা সহ অনেক সুবিধা পেত। সীমিত সময়ের জন্য এই প্ল্যানটি চালু করার জন্য তার বন্ধ হওয়ার কথা ছিল 2025 সালের জানুয়ারি মাসের ১১ তারিখ। তবে এই রিচার্জ প্ল্যানের সময়সীমা Jio আবারও বাড়িয়েছে। এখন এই প্ল্যানটি বাড়িয়ে জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত করা হয়েছে। এবার আমরা দেখে নেব জিওর নতুন বছর উপলক্ষে লঞ্চ করা প্ল্যান।

Jio-র নতুন বছরে নতুন প্ল্যান

জিও নতুন বছর উপলক্ষে যে রিচার্জ প্ল্যানটি চালু করেছিল, সেই সস্তা রিচার্জ প্ল্যান এর দাম 2025 টাকা। এই রিচার্জ প্ল্যান ব্যবহারকারীরা ২০০ দিনের বৈধতা পায় ,যার মধ্যে ব্যবহারকারীরা ভারত জুড়ে যে কোন নেটওয়ার্ক এ সীমাহীন ভয়েস কলিং এবং বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধা পায়।। এছাড়া এই প্ল্যানে প্রতিদিন 2.5GB 4G ডেটা অর্থাৎ মোট 500 GB ডেটার সুবিধা রয়েছে। তবে যারা 5G স্মার্টফোন ব্যবহার করে তারা আনলিমিটেড ডেটার সুবিধা পাবে। এছাড়া এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস এর সুবিধা রয়েছে।

অতিরিক্ত সুবিধা

Jio – র এই ২০২৫ টাকা দামের রিচার্জ প্ল্যানে আরো বেশ কিছু অতিরিক্ত সুবিধাও রয়েছে। যেমন জিও ব্যবহারকারীদের Jio TV, Jio Cinema, এবং Jio Cloud অ্যাপগুলির অ্যাক্সেস রয়েছে। এছাড়া এর সাথে সাথে কোম্পানি ২১৫০ টাকার একটি কুপনও দিচ্ছে। যার মধ্যে রয়েছে ৫০০ টাকার AJio কুপন, Easy My Trip এর জন্য ১,৫০০ টাকার কুপন, এবং Swiggy এর জন্য দিচ্ছে ১৫০ টাকার কুপন। এছাড়া ব্যবহারকারীদের নাকি এই প্ল্যান এর সাথে ২১৫০ টাকার অতিরিক্ত সুবিধা রয়েছে।

সিয়াচেনে Jio 5G

সিয়াচেন হিমবাহে 4G/5G পরিষেবা প্রদানকারী হিসেবে Jio বিশ্বের প্রথম কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। এই টেলিকম সংস্থাটি সিয়াচেনের দুর্গম হিমবাহ অঞ্চলকে 5G সংযোগের সাথে সংযুক্ত করেছে সেনা দিবসের আগেই। এটি একটি খুশির বিষয় যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা পরিবারে সদস্যের সঙ্গে তারা খুব সহজে এখন যোগাযোগ করতে পারবে। আসলে সিয়াচেন একটি হিমবাহ এলাকা সেখানে এই প্রথম Jio টেলিকম সংস্থা 5G সংযোগের সাথে সংযুক্ত করেছে।