অমিত সরকার, কলকাতা: আবহাওয়া খবর অনুযায়ী দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। যার ফলে সাধারণ মানুষের কাল ঘাম ছুটে যাচ্ছে রীতিমত। তবে সেখানকার মানুষ ভাবছে এপ্রিল, মে মাসে তাহলে কী হবে। তবে চিন্তার কোন কারণ নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে নতুন সপ্তাহ থেকে আবারো নাকি পারদ পতনের ইঙ্গিত রয়েছে। পারদ পতনের সঙ্গে সঙ্গে কিন্তু সেক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে জেলায় জেলায়, বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার থেকে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আমরা জেনে নেব আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে! দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সে সমস্ত জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে সেখানকার মানুষ।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি মনোরম রয়েছে। তবে উত্তরবঙ্গে আজ ভোরের দিকে হালকা কুয়াশা এবং শীতের আমেজ বর্তমান ছিল। আজ উত্তরের দুই জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোতে কালিম্পং এবং দার্জিলিং জেলায়।