নতুন বছরে জানুয়ারি মাসে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন একনজর সেই তালিকা

By Amit Sarkar

Published on:

How many days will banks be closed in January in the new year

২০২৫ সাল পড়তে আর বেশি দেরি নেই। আর এই ২০২৫ সালের জানুয়ারি মাসে কত দিন ব্যাঙ্ক হলিডে থাকবে তা জেনে নেব এই প্রতিবেদন থেকে। ২০২৫ সালে জানুয়ারি মাসে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেটা জানা দরকার সকলের। জানা যাচ্ছে এই নতুন বছরের নতুন মাসে ব্যাঙ্কগুলোতে মোট ১৩ দিন ছুটি থাকবে। এরমধ্যে রয়েছে দ্বিতীয়, চতুর্থ শনিবার এবং এছাড়া এর পাশাপাশি সপ্তাহের সাপ্তাহিক ছুটি রবিবার। এবার আমরা দেখে নেব নতুন বছরও নতুন মাসে কোন কোন দিনে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।

২০২৫ এর জানুয়ারির ব্যাঙ্ক ছুটির তালিকা

প্রতি মাসে শুরুর দিকেই সে মাসের সমস্ত ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে। তবে সেখানে গোটা দেশের সমস্ত রাজ্যের ব্যাঙ্ক ছুটি গুলির উল্লেখ থাকে, তবে সমস্ত রাজ্যের ক্ষেত্রে সব ছুটি কার্যকর হয় না। তবে জানুয়ারি মাসে যে মোট ১৩ দিন ছুটি রয়েছে তার সব ছুটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এবার দেখে নেব বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১ জানুয়ারি ২০২৫ – বছরের প্রথম দিন।
৫ জানুয়ারি ২০২৫ – রবিবার।
৬ জানুয়ারি ২০২৫ – গুরু গোবিন্দ সিং জয়ন্তী।
১১ জানুয়ারি ২০২৫– দ্বিতীয় শনিবার /মিশনারি ডে।
১২ জানুয়ারি ২০২৫ – রবিবার ও স্বামী বিবেকানন্দ জয়ন্তী।
১৩ জানুয়ারি ২০২৫ -লোহরি উৎসব।
১৪ জানুয়ারি ২০২৫ – মকর সংক্রান্তি।
১৫ জানুয়ারি ২০২৫ – থিরুভাল্লার ডে এবং টুসু উৎসব।
১৯ জানুয়ারি ২০২৫ – রবিবার।
২৩ জানুয়ারি ২০২৫ – নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
২৫ জানুয়ারি ২০২৫ – চতুর্থ শনিবার।
২৬ জানুয়ারি ২০২৫ – প্রজাতন্ত্র দিবস।
৩০ জানুয়ারি ২০২৫ – সোনম লোসার।

ব্যাঙ্ক ছুটির এই তথ্য সাধারন মানুষের জানা থাকলে তারা নিজেদের কাজকর্ম সময়মতো করে নিতে পারবে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনো ২০২৫ সালের জন্য অফিশিয়াল ব্যাঙ্ক ছুটি ঘোষণা করেনি। তবে মানুষের সুবিধার জন্য আমরা ইতিমধ্যে জানুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির বিষয়ে আপনাকে জানিয়ে দিলাম। এই এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, ইউপিআই থেকে শুরু করে অনলাইনে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা গুলি চালু থাকবে।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।