অমিত সরকার, কলকাতা: চলতি বছর পড়তে না পড়তেই ছাত্র-ছাত্রীদের প্রথম এবং দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা চলে এলো। তবে ছাত্র-ছাত্রীদের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক। এবং তারপর দ্বিতীয় বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক হতে আর মাত্র বাকি দেড় মাস। কারণ এই পরীক্ষা শুরু হতে চলেছে মার্চ মাস থেকে। আবার অপরদিকে চলতি বছর অর্থাৎ 2025 এর মার্চ এই শেষ বারের মতো পুরাতন এবং বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ এর পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ থেকে ২৬ সালে সেমিস্টারের পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। এবার আমরা দেখে নেব এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
কিছুদিন আগেই চলতি বছরেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী জানুয়ারি মাসের ৩০ তারিখ সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন জেলায় ক্যাম্প অফিস করা হয়েছে সেখান থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুল গুলিকে। তারপর স্কুলগুলি থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের সেই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ডে কোন ভুল থাকে তাও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ সেই সংক্রান্ত তথ্য আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সংশোধন করাতে হবে। তবে ভুল সংশোধনের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে, লিখিত দরখাস্তের মাধ্যমে। তবে এই লিখিত দরখাস্ত জমা দেবে স্কুল কর্তৃপক্ষ। এবার শিক্ষা সংসদে তরফ থেকে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ প্রকাশিত হলো।
উচ্চ মাধ্যমিক ২০২৫ এর অ্যাডমিট কার্ড (HS Admit Card 2025)
প্রতিবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জেলা অনুযায়ী স্কুল ভাগ করে অ্যাডমিট কার্ড বিলি করে। এবারও সেই নিয়ম মেনেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। জানা গেছে চলতি বছর স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক 2025 এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে। সকাল সাড়ে ১০ টা থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। সেগুলি স্কুলগুলিকে জেলা ভিত্তিক আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হবে। তারপর স্কুল তাদের পড়ুয়াদের দিন হিসেবে বিশেষ নির্দেশ দিবে। ছাত্র-ছাত্রীরা সেই নির্দেশ মেনে স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা
২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে মার্চ মাসের ৩ তারিখ থেকে। এই পরীক্ষা শেষ হবে মার্চের ১৮ তারিখে। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং শেষ হবে দুপুর ১ টায়, টানা ৩ ঘণ্টা পরীক্ষা হবে। তবে বিশেষ কয়েকটি বিষয়ের ক্ষেত্রে ২ ঘণ্টা ধরে পরীক্ষা হবে। সেই বিশেষ বিষয় গুলি হল হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়।