অমিত সরকার, কলকাতা: দেখতে দেখতে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা কিন্তু এগিয়ে এসেছে। কারণ সামনের মাসে ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলবে মার্চ মাসের ১৮ তারিখ পর্যন্ত। আর সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা শুরু করে দিয়েছে জোর কদমে পড়াশুনা। আর এর মধ্যেই পরীক্ষার্থীদের জন্য এক গুচ্ছ নিয়মের কথা জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
যা পরীক্ষকদের একদম মানতেই হবে। পরীক্ষা পুরনো সিলেবাসের এটাই কিন্তু শেষ পরীক্ষা। এরপর পরীক্ষার ধরন পাল্টে যাবে। কারন নতুন শিক্ষাবর্ষ থেকে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম। যেখানে পরীক্ষার ধরন থেকে শুরু করে সিলেবাস সম্পূর্ণটাই পাল্টে গিয়েছে।
এই সেমিস্টার পরীক্ষার বিষয় নিয়েই কয়েক মাস আগে শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে সেমিস্টার পরীক্ষায় কোনরকম ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তবে পুনরায় আবার সেই ক্যালকুলেটর নিয়েই নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা সংসদ।
শিক্ষা সংসদের বড় সিদ্ধান্ত
শিক্ষা সংসদের তরফ থেকে পুনরায় জানানো হলো নতুন নিয়ম। এর আগেই শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে একাদশ এবং দ্বাদশে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে। এবং সেই পরীক্ষাগুলি চলাকালীন কিন্তু পরীক্ষার্থীরা কোনরকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।
অর্থাৎ নির্বাচিত বিষয় গুলোর মধ্যে যে বিষয়ে প্রাক্টিক্যাল পরীক্ষা থাকবে সেখানে জটিল অংকের দ্রুত সমাধান করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হয় যা নিষিদ্ধ করেছিল শিক্ষা সংসদ। এর ফলে চিন্তায় পড়ে গিয়েছিল পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করেই আবারো নিয়মের পরিবর্তণ এনেছে।
শিক্ষা সংসদের সভাপতির বক্তব্য
সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে আমরা ছাড়পত্র দিলাম। তবে পড়ুয়ারা শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কোন বৈজ্ঞানিক ক্যালকুলেটর নয়।”
তবে শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে অনেকেই আবার মেনে নিতে পারেনি। সংসদের এই সিদ্ধান্তের পর শিক্ষক মহলের একাংশের দাবি শুধুমাত্র প্রাকটিক্যাল পরীক্ষা কেন? থিওরি পরীক্ষাতেও অনেক জটিল অংক থাকে। সেক্ষেত্রেও পড়ুয়ারা নানা অসুবিধা সম্মুখীন হতে পারে। তাই সেদিকেও নজর দেওয়া উচিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
তবে শিক্ষক মহলের একাংশের দাবি যে নতুন পদ্ধতিতে সেমিস্টার সিস্টেম চালু করা হয়েছে তাতে থিওরি পরীক্ষায় ক্যালকুলেটরের বিশেষ প্রয়োজন হবে না। তাই পড়ুয়াদের কথা ভেবেই প্র্যাকটিক্যালি শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।