IB Recruitment 2024- ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ১৯ হাজার টাকা

By Amit Sarkar

Published on:

IB Recruitment 2024

IB Recruitment 2024: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর তরফ থেকে ACIO এবং অন্যান্য পদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে৷ প্রতিটি জেলা চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। IB ACIO নিয়োগের জন্য অফলাইন মোডে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে। আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাThe Ministry of Home Affairs – Intelligence Bureau (IB)
পোস্টের নামACIO, PA, JIO, SA ইত্যাদি
শূন্যপদ৬৬০ টি
আবেদনের শেষ তারিখ১২/০৫/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটmha.gov.in

ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগ (IB Recruitment 2024)

স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ইন্টেলিজেন্স ব্যুরো (IB) ACIO, PA, JIO, SA ইত্যাদি পদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৬০ জনকে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। আপনি বিজ্ঞপ্তি পড়বেন বুঝবেন তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন।

পদের নাম

স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর এর অফিশিয়াল বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ACIO, PA, JIO, SA ইত্যাদি পদে নতুন করে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন।

শূন্যপদ

স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী নিয়োগ হবার সে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৬০ টি শুন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে তা নীচে দেওয়া হল।

  • সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-I/ নির্বাহী- ৮০
  • সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার-II/ নির্বাহী -১৩৬
  • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-I/ এক্সিকিউটিভ -১২০
  • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-II/ এক্সিকিউটিভ -১৭০
  • নিরাপত্তা সহকারী/এক্সিকিউটিভ -১০০
  • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-II/ টেক – ০৮
  • সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-II/ সিভিল ওয়ার্কস -০৩
  • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-I (মোটর ট্রান্সপোর্ট) -২২
  • হালওয়াই এবং রান্না -১০
  • সুপারভাইজার -০৫
  • ব্যক্তিগত সহকারী -০৫
  • প্রিন্টিং প্রেস অপারেটর -০১
IB ACIO এবং অন্যান্য পদে নিয়োগের ভেকেন্সি ডিটেলস
IB ACIO এবং অন্যান্য পদে নিয়োগের ভেকেন্সি ডিটেলস

আরও পড়ুন: MSCWB স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ, অনলাইনে আবেদন করা যাবে

বয়স সীমা

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।এছাড়া বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

বেতন

এখানে আবেদন করে যদি আপনি চাকরি পান, তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে আপনার বেতন হবে ১৯৯০০ – ১,৫১,১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং / 10 তম শ্রেণি / ডিপ্লোমা / স্নাতক ইত্যাদি সম্পন্ন করতে হবে।

সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করতে পারেন।

প্রার্থী নিয়োগ পদ্ধতি

এখানে প্রার্থীদের বিভিন্ন এক্সাম এর মাধ্যমে নিয়োগ করা হবে, নীচে উল্লেখিত আছে-

  • লিখিত পরীক্ষা।
  • সাক্ষাৎকার।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন।

কিভাবে আবেদন করতে হবে?

  1. এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. সবার আগে mha.gov.in পোর্টালে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
  3. বিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হবে।
  4. এরপর নির্ভুলভাবে হাতে কলমে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।
  5. যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
  6. আবেদনপত্র পাঠানোর ঠিকানা – Joint Deputy Director/ G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021.

আরও পড়ুন: Kolkata Police DEO Recruitment 2024- একাধিক শূন্যপদে নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ১৩-০৩-২০২৪
আবেদনের শেষ তারিখ১২-০৫-২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

প্রশ্ন.1 ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগ প্রক্রিয়া কতটি শূন্য পদ রয়েছে?

উত্তর. ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মোট ৬৬০ টি শূন্যপদ রয়েছে।

প্রশ্ন.2 ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগ প্রক্রিয়া আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কবে?

উত্তর. আবেদন শুরু তারিখ ১৩-০৩-২০২৪ এবং আবেদন শেষ তারিখ ১২-০৫-২০২৪।

প্রশ্ন.3 ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা কত হতে হবে?

উত্তর. প্রার্থীদের বয়সসীমা ৫৬ বছরের মধ্যে হতে হবে।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।