কিছুদিন আগ পর্যন্ত চলছিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগের জন্য আবেদন। সকলের জন্য সুখবর এই যে আবেদন গ্রহণের কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হয়েছে এডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ। আবেদনকারীরা নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণের কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হয়েছে পরীক্ষার তারিখ এবং এডমিট কার্ড ডাউনলোড করার লিংক। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সম্ভাব্য পরীক্ষার তারিখ। যে সমস্ত ব্লকের জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল এবার সেগুলির পরীক্ষার তারিখসহ এডমিট কার্ড প্রকাশিত করেছে জেলা প্রশাসন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত যে সমস্ত সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল, সেই আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য যে পরীক্ষা নেওয়া হয়ে থাকে, সেই পরীক্ষার তারিখ হল আগামী ২৫শে আগস্ট ২০২৪ তারিখ।
আরও পড়ুন: রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ, দেখুন আবেদন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। এই এডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ২৪ শে আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। এডমিট কার্ড ডাউনলোড করার সময় আবেদনকারীর আবেদন করার সময় পাওয়া প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তারপর আপনার স্কিনে আপনার এডমিট কার্ডটি শো করবে তখন আপনাকে সেটিকে একটি a4 পেপারে প্রিন্ট আউট করে নিয়ে পরীক্ষার দিন পরীক্ষা হলে নিয়ে যেতে হবে।