IDBI ব্যাঙ্কে ESO নিয়োগ, মোট শূন্যপদ ১০০০ টি, দেখুন আবেদন পদ্ধতি

By Indrani Sarkar

Updated on:

IDBI Bank ESO Recruitment 2024

IDBI Bank ESO Recruitment 2024: সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। Industrial Development Bank of India (IDBI) পক্ষ থেকে আবারো একটি কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত তথা পচ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। প্রার্থীরা মুলত স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলেই আবেদন করতে পারবেন। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।

IDBI ব্যাঙ্কে ESO নিয়োগ (IDBI Bank ESO Recruitment 2024)

নিয়োগ সংস্থাIndustrial Development Bank of India (IDBI)
পোস্টের নামSales And Operations (ESO)
মোট শূন্যপদ১০০০ টি
বেতন২৯,০০০ টাকা থেকে ৩১,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ১৬/১১/২০২৪

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- Industrial Development Bank of India (IDBI) পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Sales And Operations (ESO) পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১০০০ টি। ১০০০ টি শূন্য পদ সংখ্যার মধ্যে UR ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ৪৪৮ টি শূন্য পদ, ST ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ৯৪ টি শূন্য পদ, SC ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ১২৭ টি শূন্য পদ রয়েছে, OBC ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ২৩১ টি শূন্য পদ রয়েছে, EWS ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টি শূন্য পদ রয়েছে, ।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।প্রার্থীদের কম্পিউটার/আইটি সম্পর্কিত দিকগুলিতে দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Sales And Operations (ESO) পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- এক্ষেত্রে উপরোক্ত পদে আবেদন করে কোন প্রার্থী যদি চাকরি পায়, তাহলে প্রতি মাসে তারা বেতন ২৯,০০০ টাকা থেকে ৩১,০০০ টাকার মধ্যে পাবে।

নিয়োগ পদ্ধতি- নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকবে অনলাইন পরীক্ষা (OT), নথি যাচাইকরণ (DV), ব্যক্তিগত সাক্ষাৎকার (PI) এবং প্রাক নিয়োগ মেডিকেল টেস্ট (PRMT)।

আবেদন ফি- General, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা করে দিতে হবে। এছাড়া SC/ST/PWD প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০০ টাকা করে দিতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ- আবেদন শুরুর তারিখ হলো ০৭/১১/২০২৪, আবেদনের শেষ তারিখ হল ১৬/১১/২০২৪। অনলাইন পরীক্ষার অস্থায়ী তারিখ ১/১২/২০২৪।

আরও পড়ুন: Yantra India লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৮৮৩ টি, দেখুন বিস্তারিত

আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদন লিঙ্কClick Here
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।