সুমি রায়, কলকাতা: এবার নাকি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনূসের বৈঠক চাইছে বাংলাদেশ। এমনটাই ইঙ্গিত মিলল পড়শীদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কথায়। তার জন্য নাকি ইতিমধ্যেই ভারতে কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আসলে আগামী মাসে ব্যাংককে ষষ্ঠ BIMSTEC সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাবেন মোদী এবং ইউনূস। আগামী মাসের ২ থেকে ৪ তারিখ এই সম্মেলনটি চলবে। আর সেই সময় যাতে ভারত ও বাংলাদেশের দুই নেতা মুখোমুখি বৈঠকে বসতে পারে তার জন্যই বাংলাদেশের পক্ষ থেকে নয়া দিল্লি কে প্রস্তাব পাঠিয়েছে।
তৌহিদ জানিয়েছেন, BIMSTEC সম্মেলন চলাকালীন দুই দেশের প্রধানের মধ্যে যেন একটি বৈঠক আয়োজন করা হয়, যদিও ভারতের কাছে কূটনৈতিকভাবে আবেদন জানানো হয়েছে। তবে এতে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এর আগেও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মোদী ইউনূস। তখনো কিন্তু সেই ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টা কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন বিদেশ মন্ত্রী এস জয় শংকর। ফেব্রুয়ারি মাসেও তাদের ইন্ডিয়ান ওশান কনফারেন্সে আলোচনা হয়।