Indian Bank Apprentice Recruitment 2024 – মোট শূন্যপদ ১৫০০ টি, অনলাইনের মাধ্যমে আবেদন

By Amit Sarkar

Updated on:

Indian Bank Apprentice Recruitment 2024

Indian Bank Apprentice Recruitment 2024: Indian Bank এর তরফ থাকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentice পদে জন্য কর্মী নিয়োগ করবে Indian Bank। এক্ষেত্রে ভারতের যে কোন জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা নিজের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

নিয়োগ সংস্থাIndian Bank
পদের নামApprentice
মোট শূন্যপদ১৫০০
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩১/০৭/২০২৪

Indian Bank Apprentice Recruitment 2024

Indian Bank এর পক্ষ থেকে Apprentice পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এখানে মোট ১৫০০ জনকে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। আপনি বিজ্ঞপ্তি পড়বেন বুঝবেন তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন।

পদের নাম ও শূন্যপদ

Indian Bank অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১৫০০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।‌

বয়স সীমা

প্রার্থীদের সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেই বয়স ১লা জুলাই ২০২৪ অনুযায়ী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী করা থাকতে হবে।

প্রার্থী নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, এবং শেষে মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

কিভাবে আবেদন করতে হবে?

এক্ষেত্রে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সেজন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে হবে। তারপর অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে আবেদন পত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি আপলোড করতে হবে সঙ্গে আবেদনমূল্য অনলাইনে মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিজের কাছে একটি আবেদনের প্রিন্ট আউট রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনের শুরুর তারিখ১০-০৭-২০২৪
অনলাইনে আবেদনের শেষ তারিখ৩১-০৭-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটhttps://ibpsonline.ibps.in/ibeappjul24/
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload Now
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।