ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত যোগ্য পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বরে ২৪ তারিখ পর্যন্ত। তোমরা যারা এই পদে আবেদনের জন্য ইচ্ছুক তারা অবশ্যই এই প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্য জেনে নেবে, এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
সুচিপত্র
পদের নাম ও শুন্য পদ সংখ্যা
ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এসিস্ট্যান্ট কমান্ডেন্ট (জেনারেল ডিউটি এন্ড টেকনিক্যাল) পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১৪০টি। যার মধ্যে জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১১০ টি (UR -৪০, EWS -৪, OBC -৩৮, SC -১৩, ST -১৫) এবং টেকনিক্যাল পদের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৩০ টি (UR -১৫, OBC -৯, ST -৪, ST-২)।
আবেদনকারীর বয়স সময়সীমা
প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের জন্মতারিখ জুলাই ১, ২০০০ থেকে জুন ৩০, ২০০৪ তারিখের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অংক এবং ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রী করা থাকতে হবে।
টেকনিক্যাল পদের ক্ষেত্রে প্রার্থীদের ন্যাভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, মেরিন, অটোমোটিভ, ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রী করার তো থাকতে হবে অথবা তার সমতুল্য ডিগ্রী করে থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হল ২৮/১১/২০২৪, অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হলো ৫/১২/২০২৪, এবং আবেদনের শেষ তারিখ হল ২৪/১২/২০২৪। স্টেজ I পরীক্ষা সম্ভাব্য তারিখ ২৫/০২/২০২৫, স্টেজ II তারিখ হল মার্চ ২০২৫। স্টেজ III তারিখ হল এপ্রিল থেকে অক্টোবর, ২০২৫।
আবেদন মূল্য
General, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
এক্ষেত্রে প্রার্থীদের চারটি ধাপে পরীক্ষা নিয়ে নির্বাচন করা হবে।
1. প্রথমে স্টেজ I এ কোস্ট গার্ড কমন এডমিশন টেস্ট নেওয়া হবে যেটা অনলাইন স্ক্রীনিং টেস্ট।
2. স্টেজ II তে প্রিলিমিনারি টেস্ট নেওয়া হবে।
3. স্টেজ III তে ফাইনাল টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
4. তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর এপ্লাই লিংক খুঁজে সেখানে প্রথম রেজিস্ট্রেশন এবং পরে লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর সমস্ত ডকুমেন্টের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
Apply Online | Click Here |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।