ইন্ডিয়ান কোস্ট গার্ডে ৩০০ শূন্যপদে নিয়োগ! দেখে নিন আবেদন পদ্ধতি

Published on:

Indian Coast Guard Recruitment 2025

ইন্দ্রাণী সরকার, কলকাতা: সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ভারতের যেকোনো জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। যে সমস্ত ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীরা রয়েছেন তারা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে, বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তবে এই প্রতিবেদনে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভারতীয় নৌবাহিনীর কোস্ট গার্ড নিয়োগ 2025 এর জন্য আবেদন করার যোগ্য। আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে। এবার দেখে নেব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কি লাগবে? বয়স সীমা কত কি হতে হবে? কতগুলো শূন্য পদ রয়েছে? পদের নাম কি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ইন্ডিয়ান কোস্ট গার্ড কর্তৃক Navik (General Duty) এবং Navik (Domestic Branch) পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৩০০ টি। যার মধ্যে নাবিক (জেনারেল ডিউটি) পদের জন্য শূন্য পদ সংখ্যা ধার্য করা হয়েছে ২৬০ টি। এবং নাবিক (ডমেস্টিক ব্রাঞ্চ) পদের জন্য শূন্য পদ সংখ্যা ধার্য করা হয়েছে ৪০ টি।

বয়স সীমা কত হতে হবে?

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ইচ্ছুক প্রার্থীদের ডেট অফ বার্থ হতে হবে ১ সেপ্টেম্বর, ২০০৩ থেকে ৩১ আগস্ট, ২০০৭ এর মধ্যে। তবে সরকারের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস করা প্রার্থীরা Navik (Domestic Branch) পদের জন্য আবেদন করতে পারবে। আর Navik (General Duty) পদের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে।

আবেদন মূল্য

উপরোক্ত পদে আবেদন করতে চাইলে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন মূল্য দিতে হবে। যেমন General, OBC, EWS ক্যাটাগরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ১১/২/২০২৫ এবং আবেদনের শেষ তারিখ হলো ২৫/০২/২০২৫।

মাসিক বেতন

আগ্রহি প্রার্থীরা আবেদন করে যদি চাকরি পায় তাহলে তারা প্রতি মাসে বেতন পাবে ২১,৭০০ টাকা থেকে ৭৯,১০০ টাকার মধ্যে।

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারীদের প্রথমে কম্পিউটার বেসড একটি অনলাইন পরীক্ষা দিতে হবে। তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে একটি শর্ট লিস্ট তৈরি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।

  • Computer Based Online Exam
  • PFT – (১) ৭ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়। (২) ২০ টি স্কোয়াট – আপ (উঠক বৈঠক)। (৩) ১০ বার পুষ আপস করতে হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন।
  • ট্রেনিং এবং ফাইনাল ভেরিফিকেশন।

আবেদন পদ্ধতি

সকলকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে এপ্লাই লিঙ্ক  খুঁজে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন আইডি দিয়ে লগইন করার পর আবেদন পত্রটি সঠিক বিবরণ দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ফটোকপি সঠিক সাইজ মত আপলোড করতে হবে এবং সঙ্গে আবেদনমূল্য জমা করতে হবে। তারপর সম্পূর্ণ আবেদন পত্রটি পুনরায় যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। ভবিষ্যতের রেফারেন্স এর জন্য আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।

OFFICIAL NOTIFICATION DOWNLOAD PDF

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।