মাধ্যমিক পাসে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ! মোট ৪৪,২২৮টি শূন্য পদে হবে নিয়োগ

ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ: ভারতের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। কারণ ৪৪,২২৮ শূন্য পদে হবে কর্মী নিয়োগ। সম্প্রতি ইন্ডিয়া পোস্টের তরফ থেকে ভারতের বিভিন্ন রাজ্যের পোস্ট অফিসে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা যে কেউ এই চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম

ভারতীয় পোস্ট অফিসে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM), এবং গ্রামীণ ডাক সেবক (GDS) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ সংখ্যা

এক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৪৪,২২৮ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন রাজ্য অনুযায়ী শূন্য পদ সংখ্যা কিন্তু আলাদা আলাদা রয়েছে যেমন পশ্চিমবঙ্গের জন্য শূন্য গোদ সংখ্যা রয়েছে ২৫৪৩ টি এছাড়া আসামের জন্য রয়েছে ৮৯৬ টি শূন্য পদ, বিহারের জন্য রয়েছে ২৫৫৮ টি শূন্য পদ, এরকমভাবে বিভিন্ন রাজ্যে অনুযায়ী বিভিন্ন রকম শূন্য পদ রয়েছে। তোমরা আবেদন করার আগে অবশ্যই নিজের রাজ্যে কতগুলো শূন্য পদ রয়েছে সে সমস্ত ডিটেলস দেখে শুনে তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং সাইকেল চালানো সহ অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

বয়স সীমা

আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন

ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের জন্য চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে ১২০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকার মধ্যে এবং এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং গ্রামীণ ডাক সেবক পদের জন্য বেতন রয়েছে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকার মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু তারিখ হলো ১৫ /৭ /২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ৫/৮/২০২৪।

নির্বাচন প্রক্রিয়া

এক্ষেত্রে আবেদনকারীদের মেধা তালিকা দেখে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে পাঠাবেন নির্বাচন করা হবে।

আবেদন মূল্য

SC, ST, PWD, Transwomen, এবং মহিলা আবেদনকারীদের কোন আবেদন মূল্য দিতে হবে না। আর অন্যান্য সব ক্যাটাগরি প্রার্থীর জন্য ১০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।

আবেদন পদ্ধতি

  • আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে, যার জন্য সবার প্রথমে অফিশিয়াল বিকৃতি ভালো করে পড়ে নিতে হবে।
  • তারপর যোগ্য প্রার্থীরা অনলাইন এপ্লাই লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি আপলোড করতে হবে।
  • আবেদনমূল্য জমা করতে হবে।
  • নির্দিষ্ট সময়সীমার আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই আবেদন পত্র একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

আরও পড়ুন: AIIMS কল্যাণীতে রয়েছে মোটা বেতনের চাকরির সুযোগ, বেতন রয়েছে লক্ষাধিক

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটhttps://indiapostgdsonline.gov.in/
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload Now
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: