Indian Post Payment Bank এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী Information Technology (Executive) পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোন জেলা থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আবেদন জানাতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আজকের এই প্রতিবেদনে আমরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।
সুচিপত্র
IPPB IT এক্সিকিউটিভ পদে নিয়োগ (IPPB IT Executive Recruitment 2024)
Indian Post Payment Bank এর পক্ষ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে Information Technology (Executive) পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যেকোনো জেলা থেকে এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে কিন্তু চাকরিপ্রার্থীদের ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এবং পরে ব্যক্তিগত কর্মক্ষমতা ভিত্তিতে আরো দু বছরের জন্য সময় বাড়ানো হতে পারে। আবেদন জানাতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, আবেদনের শেষ তারিখ কবে, এ সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
পদের নাম
Indian Post Payment Bank এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Information Technology (Executive) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ সংখ্যা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Information Technology (Executive) পদে মোট ৫৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
- Executive (Associate Consultant)- ২৮ টি শূন্য পদ।
- Executive (Consultant)- ২১ টি শূন্য পদ।
- Executive (Senior Consultant)- ০৫ টি শূন্য পদ।
আবেদন ফি
SC/ST/PWD আবেদন ফি হিসেবে ১৫০ টাকা করে দিতে হবে। অন্যান্য সমস্ত বিভাগে প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা করে দিতে হবে। টাকা কিন্তু অনলাইন এর মাধ্যমে দিতে হবে।
বয়স সীমা
IPPB অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন রকম বয়সসীমা লাগবে। আর প্রত্যেকটি পদের বয়স কিন্তু ০১/০৪/২০২৪ অনুযায়ী হতে হবে।
- Executive (Associate Consultant) পদের জন্য আবেদনকারীদের ২২ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Executive (Consultant) পদের জন্য আবেদনকারীদের ২২ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Executive (Senior Consultant) পদের ক্ষেত্রে আবেদনকারীদের 22 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের উপরোক্ত পদে আবেদন করতে চাইলে নির্দিষ্ট ডিগ্রি থাকতে হবে। যেমন B.E./ কম্পিউটার সাইন্স এর উপরে B.Tech করা থাকতে হবে/ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স অথবা Computer Application নিয়ে মাস্টার ডিগ্রী করা থাকতে হবে তিন বছরের। অথবা কম্পিউটার সাইন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স নিয়ে BCA /B.Sc. ডিগ্রী করা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে যেখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য ও সঠিক প্রার্থীকে বেছে নেওয়া হবে।
বেতন
এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কিন্তু চাকরির পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা হবে। Executive (Associate Consultant) পদে ক্ষেত্রে কিন্তু চাকরিপ্রার্থীদের বছরে ₹১০,০০,০০০/- টাকা বেতন দেয়া হবে। Executive (Consultant) পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বছরে ₹১৫,০০,০০০/- টাকা বেতন দেয়া হবে। এবং Executive (Senior Consultant) পদের ক্ষেত্রে বার্ষিক ₹২৫,০০,০০০/- টাকা বেতন দেয়া হবে।
পোস্টিং
পোস্টিং এর প্রাথমিক স্থান হবে দিল্লি/ মুম্বাই /চেন্নাই। পরে কিন্তু ভারতের যেকোনো জায়গায় পোস্ট করা যেতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে ০৪/০৫/২০২৪ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ২৪/৫/২০১৪।
আবেদন পদ্ধতি
- এক্ষেত্রে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে।
- সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে।
- তারপর www.ippbonline.com ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর, ফর্মটি ভালো করে ফিলাপ করতে হবে।
- আবেদন ফি অনলাইনে মাধ্যমে পেমেন্ট করতে হবে।
- জলে ডকুমেন্টস চেয়েছে সেগুলি ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অনলাইনে আবেদন |
অফিসিয়াল বিজ্ঞপ্তি |
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।