ITBP Recruitment 2024: মাধ্যমিক পাস যোগ্যতায় করতে পারবে আবেদন, দেখুন বিস্তারিত

ITBP Recruitment 2024

ITBP Recruitment 2024: আবারো চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন।ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সের পক্ষ থেকে আবারো একটি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোনো জায়গা থেকে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ নিয়োগ (ITBP Recruitment 2024)

নিয়োগ সংস্থাIndo-Tibetan Border Police Force (ITBP)
পোস্টের নামConstable/ Tradesman
মোট শূন্যপদ১৪৩ টি
বেতন২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা
আবেদনের শেষ তারিখ২৬/৮/২০২৪

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন- Constable (Barber), Constable (Safai Karmochari) এবং Constable (Gardener) পদ।

তবে এখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১৪৩ টি। ১৪৩ টি শূন্য পদ সংখ্যার মধ্যে কনস্টেবল বারবার পদের ক্ষেত্রে রয়েছে ৫ টি শূন্য পদ, কনস্টেবল সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে ১০১ টি শূন্য পদ এবং কনস্টেবল গার্ডেনার পদের ক্ষেত্রে ৩৭ টি শূন্য পদ রয়েছে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বয়স সীমা- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া কনস্টেবল গার্ডেনার পদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে। সেই বয়স কিন্তু ২৬/৮/২০২৪ অনুযায়ী হতে হবে।

মাসিক বেতন- এক্ষেত্রে উপরোক্ত পথগুলিতে আবেদন করে কোন প্রার্থী যদি চাকরি পায় তাহলে প্রতি মাসে তারা বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে পাবে।

আবেদন মূল্য- Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। SC, ST, Ex Servicemen, এবং মহিলা প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের প্রথমে ফিজিক্যাল এফিশিয়েন্সিতে টেস্ট নেওয়া হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ- অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ হলো ২৮-৭-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ২৬-৮-২০২৪।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে LDA পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে করতে পারবেন আবেদন

আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। আবেদন মূল্যে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদন লিঙ্কClick Here

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট