JEE Advanced Eligibility Criteria 2025: IIT তে ভর্তি হবার জন্য সাধারণত ছাত্র-ছাত্রীদের JEE অ্যাডভান্স পরীক্ষাটি দিতে হয়। এই পরীক্ষার মাধ্যমে ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ছাত্রছাত্রীরা IIT পড়ার সুযোগ পায়। তবে এই IIT ভর্তি হওয়ার পরীক্ষার বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে, যদি তুমি এই পরীক্ষায় অংশ নিতে চাও তাহলে এই যোগ্যতার শর্তগুলো তোমাদের জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, চলো দেখে নেওয়া যাক কি সেই শর্ত।
এবার দেখে নেব কি কি শর্ত সম্পর্কে বলা হয়েছে? যা প্রার্থীকে নিশ্চিত করবে যে তারা JEE অ্যাডভান্স ২০২৫ এ বসার সুযোগ পাবে কিনা। তবে JEE অ্যাডভান্স পরীক্ষায় বসার আগে JEE মেইন পরীক্ষায় কিন্তু পাশ হতে হবে প্রার্থীদের।
JEE Advanced 2025 এ বসার যোগ্যতা কি লাগবে?
JEE অ্যাডভান্সড পরীক্ষায় বসতে হলে প্রার্থীদের প্রথমে JEE মেইন পরীক্ষায় শীর্ষ 2 লক্ষ 50 হাজার প্রার্থীর মধ্যে থাকতে হবে। তবে এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের কিছু আসন সংরক্ষণ করা রয়েছে।
- সাধারণ (Open) – ৪০.৫%
- Gen-EWS -১০%
- OBC – NCL -২৭%
- SC-১৫%
- ST -৭.৫%
- তবে প্রতিটি কোটার মধ্যে PWD প্রার্থীদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ রয়েছে।
তবে এই পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার, পরপর তিন বছর চেষ্টা করতে পারবে।
বয়স সীমা
এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের জন্ম তারিখ ১/১০/২০০০ বা তার পরের হতে হবে। এছাড়া SC, ST, PWD ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে ৫ বছরের ছাড়।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালে পরীক্ষা দিয়েছে তারা পারবে। যদি পরীক্ষার্থী ২০২২ বা তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে তারা বসতে পারবে না। তবে এক্ষেত্রে প্রার্থীদের উচ্চমাধ্যমিকে অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থাকতে হবে।
IITএ পূর্ববর্তী ভর্তি (নতুন নিয়ম)
- যদি কোন ছাত্রছাত্রী ২০২৪ সালে IIT এর প্রিপারেটরি কোর্সে ভর্তি হয়ে থাকে তাহলে 2025 এর পরীক্ষায় অংশ নিতে পারবে।
- যদি কোন ছাত্র বা ছাত্রী IIT ভর্তি হয়ে থাকে তাহলে সাধারণত JEE অ্যাডভান্সড 2025 এর পরীক্ষায় বসার সুযোগ থাকবে না।
- যদি কোন ছাত্রছাত্রী IIT এ একটি সিট গ্রহণ করে, পরে চূড়ান্ত শিট বরাদ্দের আগে নিজের সিটটি ছেড়ে দেয় তাহলে তারা JEE অ্যাডভান্সড 2025 এর জন্য যোগ্য থাকবে।
এই প্রতিবেদনে বিশেষ নিয়ম গুলি সহজ ভাষায় দেওয়া হলো। তাও তোমরা যদি বুঝতে না পারো তাহলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।