Jeevan Jyoti Bima Yojana: ২০১৫ সালে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা নামের এই প্রকল্পটি। এদেশের সমস্ত সাধারণ মানুষ যাতে কম টাকার বিনিময় নিজেদের জীবন বীমা করাতে পারে সেই জন্যই এই প্রকল্প তৈরি করেছেন প্রধানমন্ত্রী। জীবন বীমা বানাতে কি কি প্রয়োজন হয়, বছরে কত টাকা দিতে হয়, কারা কারা এর সুবিধা পায় এ সমস্ত একাধিক বিষয়ে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
সুচিপত্র
জীবন বীমা যোজনা কী?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা হল এমন একটি যোজনা যার মাধ্যমে সাধারণ মানুষ খুব কম টাকা বিনিয়োগ করে নিজেদের জীবন বীমা করাতে পারে।
এবিমা করার জন্য বেশি টাকা বিনিয়োগ করতে হয় না। নাম মাত্র টাকা বিনিয়োগে করা যায় এই জীবন বীমা। আর এই বিমার পলিসির টাকা জমা দেওয়ার জন্য কোন এজেন্টের খোঁজ করতে হয় না, নাগরিকদের ব্যাংকে একাউন্ট থাকলেই করা যায় এই বীমা।
কারা কারা এই বিমার সুবিধা পাবে?
প্রধানমন্ত্রী দেশে সাধারণ নাগরিকদের জন্যই এই বিমা তৈরি করেছেন। এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন ১৮ বছর থেকে 50 বছর বয়সের মানুষেরা। ১৮ বছর থেকে 50 বছর বয়সের মধ্যে যেকোনো নাগরিক নিজের জীবন বীমা করাতে পারে।
জীবন বীমার জন্য কত টাকা দিতে হয়?
এই বীমা করার জন্য নাগরিকদের প্রতিবছর ৪৩৬ টাকা করে দিতে হয়। প্রতিবছর তা নবীকরণ করতে হয়। যার নামে পলিসি থাকে যদি তার মৃত্যু হয় তার মৃত্যুর পর দু লাখ টাকার বীমা কভারেজ পাওয়া যায়। সেই টাকা পাবে মৃতের নমিনি।
বিমার টাকা কিভাবে জমা দিতে হয়?
এই বিমার জন্য নাগরিকদের নিজেদেরকে গিয়ে টাকা জমা দিতে হয় না সরাসরি ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এই প্রকল্পের সময়কাল হচ্ছে প্রতিবছর ১ লা জুন থেকে পরবর্তী বছরে ৩১শে মে পর্যন্ত। অটো ডেভিড সুবিধার মাধ্যমে এই টাকা দেওয়া যায়। পোস্ট অফিস বা ব্যাংকে থাকা সেভিংস একাউন্ট থেকে এই বিমান টাকা কেটে নেওয়া হয়।
আরও পড়ুন: PM Svanidhi Yojana 2024: করা পাবেন ও কিভাবে পাবেন যেন নিন
যোগ্যতা
যে সমস্ত নাগরিকরা এ বিমা করতে আগ্রহী তাদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। যে ব্যক্তি এই বীমা করাতে চান সেই ব্যক্তির নামে পোস্ট অফিস বা ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই একাউন্ট কিন্তু সেভিংস ব্যাংক একাউন্ট হতে হবে।
যদি কোন ব্যক্তি একাধিক সেভিংস একাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু সবকটি অ্যাকাউন্ট থেকে আলাদা করে এই বীমা করতে পারবেন না। এই প্রকল্পের বীমা করতে হবে যে কোন একটি অ্যাকাউন্ট থেকেই। যে ব্যক্তি এই বীমা প্রকল্প করতে চান তারা নিজেদের যে ব্যাংকে একাউন্ট আছে সেখানে গিয়ে যোগাযোগ করে এই বীমা প্রকল্প করতে পারবেন।
সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।