জেলা দপ্তরে নতুন কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, আবেদন করুন আজই!

Indrani Sarkar

Published on:

district office job recruitment 18 to 45 age limit

ঝাড়গ্রাম জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে খুব শীঘ্রই। এবার আমরা দেখে নেব কোন কোন পদে কর্মী নিয়োগ হবে, আবেদন করতে গেলে বয়স সীমা কত হতে হবে, বেতন কত করে দেবে, শূন্য পদ সংখ্যা কি রয়েছে ইত্যাদি বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

এক্ষেত্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলি হল P.O (NIC), Accountant, Assistant Cum Data Entry Operator (DCPU), Social Worker। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৪ টি। প্রত্যেকটি পদের জন্য একটি করে শূন্য পদ সংখ্যা ধার্য করা হয়েছে।

বয়স সময়সীমা

P.O (NIC) পরের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্ব ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

  • P.O (NIC) পদে চাকরি প্রার্থীরা প্রতিমাসে বেতন পাবে ২৭, ৮০৪ টাকা করে।
  • অ্যাকাউন্ট্যান্ট এবং সোশ্যাল ওয়ার্কার পদে চাকরি প্রার্থীরা প্রতিমাসে বেতন পাবে ১৮,৫৩৬ টাকা করে।
  • অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি প্রার্থীরা প্রতিমাসে বেতন পাবে ১৩,২৪০ টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু এক্ষেত্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে।

  • P.O (NIC) – আবেদনকারী প্রার্থীদের চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, ল, সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি বিষয় নিয়ে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রী করা থাকতে হবে। এবং প্রার্থীকে অন্তত দুবছর কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে।
  • একাউন্টেন্ট – এই পদের ক্ষেত্রে পার্থীরে অথবা ম্যাথমেটিক্স এর ওপর গ্যাজুয়েশন ডিগ্রী করা এবং এক বছরের কম্পিউটার অথবা ট্যালির ওপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেট- এক্ষেত্রে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সোশ্যাল ওয়ার্কার- এ ক্ষেত্রে প্রার্থীদের সোশ্যাল ওয়ার্ক বা স্যোশিওলজি অথবা সোশ্যাল সাইন্সের এর উপর গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। এছাড়া কম্পিউটারের উপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে প্রতিটি পদের জন্যই প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর ৩০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন করার তারিখ ৫/১২/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ২৪/১২/২০২৪ সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের আবেদন হার্ডকপি ঝাড়খণ্ডের ডিএম অফিস থেকে কালেক্ট করতে হবে। তারপর সেটি ফিলাপ করে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র একসঙ্গে যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে রেজিস্ট্রি পোস্ট করে পাঠাতে হবে ঝাড় গ্রামের ডিস্ট্রিক চাইল্ড প্রোটেকশন ইউনিটে। অথবা প্রার্থীরা অনলাইনের মাধ্যমেও এপ্লিকেশন ফর্ম টি জমা করতে পারবে। সে ক্ষেত্রে আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফর্ম টি [email protected] এ মেল করতে হবে।

Official NotificationDownload