একবার চার্জেই ৪০০ কিমি রেঞ্জ! জিওর নতুন ইলেকট্রিক বাইক, দাম শুনলে চমকে যাবেন

Published on:

Jio e-bike

সুমি রায়, কলকাতা: আমাদের মানুষের সকলেরই প্রথমে একটা স্বপ্ন থাকে। বড়দের যেমন বিভিন্ন বাইক এবং গাড়ির স্বপ্ন থাকে, তেমনি টেনেজার বয়সের ছেলেমেয়েদের স্বপ্ন থাকে একটি সুন্দর সাইকেল চালানোর। আর সেই সাইকেল যদি হয় ইলেকট্রিক তাহলে তো সোনায় সোহাগা। রিলায়েন্স জিও এবার আবারো নিয়ে চলে এসেছে ইলেকট্রিক বাইসাইকেলে বাজারে নতুন চমক।

এর আগে যেমন jio নিয়ে এসেছে ফ্রি ইন্টারনেট, সস্তা রিচার্জ প্ল্যান তেমনি এবারও তাদের গ্রাহকদের জন্য আনতে চলেছে বড় চমক যা বাজারে রীতিমতো সাড়া ফেলে দেবে।। সম্প্রতি জিও ঘোষণা করেছে যে তারা এমন একটি ইলেকট্রিক বাইসাইকেল বাজারে আনবে যা একবার চার্জ দিলেই ৪০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। শুধু তাই নয় তাই সাইকেলের দামও নাকি হবে অনেকটাই কম। তাহলে আবার আমরা দেখে নেব সেই নতুন বাইসাইকেলের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে।

স্মার্ট ফিচার এবং আধুনিক প্রযুক্তি

রিলায়েন্স জিও বাজারে যে ইলেকট্রিক বাইসাইকেল আনতে চলেছে সেই বাইসাইকেলে থাকবে বিভিন্ন স্মার্ট ফিচার। যা সাধারণ বাইকের থেকে সম্পূর্ণ আলাদা। এই সাইকেলে থাকবে রাতের অন্ধকারে পরিষ্কার আলো দেওয়ার জন্য এলইডি লাইট। এছাড়া এ সাইকেলের ব্লুটুথ মোবাইল অ্যাপ কানেক্টিভিটি সিস্টেমে যুক্ত থাকবে। অর্থাৎ এই সাইকেলটির রাত্রেবেলা চালাতেও কোন অসুবিধা হবে না।

শক্তিশালী মোটর

জিওর এই ই-বাইকে থাকবে ২৫০ থেকে ৫০০ ওয়াটের একটি ইলেকট্রিক মোটর। যা অতি সহজেই উচ্চগতিতে বাইসাইকেলটিকে চালাবে। এই বাইসাইকেলটি যেমন সমতল জায়গায় চলবে ঠিক তেমনি পাহাড়ি রাস্তাতেও চড়তেও কোনো রকম সমস্যা হবে না। এতে বিভিন্ন রকম মোড রয়েছে, যেমন এই সাইকেলটি ইকো মোড, নরমাল মোড, স্পোর্ট মোড, যেকোনো মোডেই চালানো যাবে। যদি চার্জ শেষ হয়ে যায় তাহলেও সমস্যা নেই কারণ প্যাডেল সাপোর্টের মাধ্যমে সহজে সাইকেলের মতো আবার চালানো যাবে।

একবার চার্জে চলবে ৪০০ কিমি

জিওর এই নতুন ই-বাইকে থাকবে উন্নত মানের লিথিয়াম আয়ন ব্যাটারি যা দীর্ঘস্থায়ী কর্ম ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এই সাইকেলটি একবার চার্জ দিলে ৪০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। সাইকেলটি ফুল চার্জ হতে সময় লাগবে ৩ থেকে ৫ ঘন্টা। অর্থাৎ সাইকেলটি ফাস্ট চার্জিং প্রযুক্তিযুক্ত। এর আরো একটি সুবিধা আছে যে যদি কোন সময় সাইকেল নিয়ে বেরোনোর প্রয়োজন হয় আর অন্যদিকে চার্জ এখনো হয়নি। সেক্ষেত্রে বাইসাইকেল থেকে ব্যাটারি খুলে অন্যত্র চার্জ দেওয়া যাবে। এছাড়া স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত থাকবে, যা ব্যাটারির আয়ু আরো বাড়িয়ে দেবে।

কত দাম?

সাধারণত বাজারে ই বাইক গুলির দাম ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু জিওর এই নতুন ই বাইকের দাম মাত্র ২,৯৯৯ টাকা। যা গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত এবং সাশ্রয়ী ই-বাইক বিকল্প হতে পারে।

জিও প্রতিবারই বাজারে নতুন চমক নিয়ে আসে। তেমনি এবারও এই ৩০ হাজার টাকার কমে ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের বাইক সত্যিই বাজারে বিপ্লব আনতে চলেছে। তবে এখন সবাই অপেক্ষা করে আছে কবে সেই বাইকটি লঞ্চ হবে।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।